পাতা:কর্ণানন্দ.djvu/১৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম নির্যাস । 幾 ১২৭ তথাহি স্তবাবল্যাং স্বনিয়মে ৯ শ্লোকে ॥ ব্ৰজোৎপন্নক্ষীরাশনবসনপত্রোদিভিরহং পদার্থৈনির্বাহ ব্যবহৃতিমদম্ভং সনিয়মঃ । বসামীশাকুণ্ডে গিরিবরফুলে চৈব সময়ে মরিষ্যে তু প্রেষ্ঠে সরসি খলু জীবাদিপুরতঃ ॥ ইত্যাদি । ব্ৰজোস্তব ক্ষীর এই আমার ভোজন । ব্রজ বৃক্ষ পত্র এই ভামার বসন ॥ ইহাতে নির্বাহ হয় দম্ভ পরিহরি। শ্ৰীকুণ্ডে রহিয়া কিবা গোবৰ্দ্ধন গিরি। নিশ্চয় মরণ মোর রাধাকুণ্ডতীরে । সুদৃঢ় নিয়ম এই বড়ই দুষ্করে ॥ শ্ৰীল জীব রহিবেন আমার অগ্ৰেতে । শ্ৰীকৃষ্ণ দাস অীর গোসাঞি লোকনাথে ॥ এই জানি দৈববাণী হইল অtচম্বিতে । শুনিলেন ইহা সবে আপন কর্ণেতে ॥ শুন শুন কবিরাজ কহিয়ে তোমারে । গ্রন্থ প্রাপ্তি বার্তা তুমি পাইবা অচিরে ॥ দুই সহোদর আর দেবের বচনে শুনিলেন কবিরাজ অপেন শ্রবণে ॥ সিদ্ধ সাধক দেহ দুই এক যোগে । সাধক দেহে পুনঃ প্রাপ্তি হইলা মহাভাগে ॥ ইহার প্রমাণ কিছু শুন এক চিত্তে । ব্যক্ত করি লিখিলেন চৈতন্যচরিতামৃতে # ॥ “অন্তৰ্দ্দশায় মহাপ্রভুর জলকেলি লীলা। দেখিয়া ত সেই ভাবে আবিষ্ট হইল। যমুনাতে জলকেলি গোপীগণ সঙ্গে ৷ তীরে রহি দেখে প্ৰভু সখীগণ সঙ্গে এথা স্বরূপাদি সবে চলে অন্বেষিয়া। জালিয়ার মুখে শুনি পাইলা আসিয়া । মৃতপ্রায় দেখি প্রভুকে কাতর হুইলা । স্বরূপাদি সবে তবে চিন্তিত হইলা ॥ উচ্চ করি হরি-ধ্বনি কহে প্রভুর কানে। শুনিয়া ত মহাপ্রভু পাইল৷ 然

  • অস্ত্যলীলা ১৮ পরিচ্ছেদে।