পাতা:কর্ণানন্দ.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bo কর্ণানন্দ । করিলা দয়া প্রভু গুণমণি ॥ জ্যেষ্ঠ শ্ৰীমতী ঈশ্বরী ঠাকুরাণী নাম। কি কহিব তার গুণ অতি অনুপাম ॥ কনিষ্ঠ শ্ৰীমতী গৌরাঙ্গপ্রিয় ঠাকুরাণী । র্তাহার চরিত্র আমি কি কহিতে জানি ॥ দুই জনে মহাপ্রীত অতি গুণবান । দোহে বিদগধ দোহে রসের নিধান ॥ ভজন-পরাকাষ্ঠ দোহার না পারি কহিতে। পরম সুধীর দোহে মধুর চরিতে ॥ প্রভুর পরম প্রিয় অতি গুণবতী। বৈদগ্ধ্য অবধি দোহে মধুর মূরতি ॥ স্তব্ধ রাগানুগা দোহার ভজন একান্ত । পরকীয়া ভাব দোহার ভজন নিতান্ত ॥ কি কহিব দোহাকার নৈষ্ঠিক ভজনে। কৰ্ম্ম জ্ঞানাদিক কভু নাহি শুনে কাণে ॥ আমি হীন ছার কিবা করিব ব্যাখ্যান । প্রভুর প্রেয়সী দোহে প্রভুর সমান ॥ দেহাকার শিষ্যোপশিষ্যে ভাসিল ভুবন । আগে বিস্তারিব তাহ করিয়া যতন ॥ জ্যেষ্ঠ পুত্ৰ শ্ৰীবৃন্দাবন আচাৰ্য্য হয় নাম । তাহারে করিলা দয়া প্ৰভু গুণধাম ॥ মধ্যম পুত্র প্রভুর রাধাকৃষ্ণ অtচাৰ্য্য। তার গুণ কি কহিব সকলি আশ্চৰ্য্য । তাঁহারে করিল। দয়া প্ৰভু গুণনিধি ৷ পরম অtশ্চৰ্য্য যেহে৷ গুণের অবধি ॥ শ্ৰীগোবিন্দগতি নাম কনিষ্ঠ তনয় । তারে কৃপ। কৈলা প্রভু সদয় হৃদয় ॥ শ্ৰীগোবিন্দগতি প্রভু ত্রগুরুপ্রণালী। লিখিলেন নিজ শ্লোকে হইয়া কুতূহলী ॥ - তথাহি শ্লোকঃ ॥ শ্রীচৈতন্যপদারবিন্দ-মধুপে গোপালভট্টপ্রভুঃ শ্ৰীমাংস্তস্ত পদাম্বুজস্য মধুলি শ্ৰীশ্ৰীনিবাসহায়: , আচাৰ্য্যপ্রভুসংজ্ঞকোহখিলজনৈঃ সৰ্ব্বেষু নীবৃৎস্থ যঃ খ্যাতন্তৎপদপঙ্কজtশ্রয়মহে। গোবিন্দগত্যাখ্যকঃ ॥