পাতা:কর্ণানন্দ.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম নির্যtল । ২১ রাধ প্রভু কর অঙ্গীকার। পতিত উদ্ধার হেতু তোমার অবতার ॥ জানি প্রভু উদ্ধারিলে মো হেন দুরাচীর ॥ রাণীর আৰ্ত্তি দেখি প্রভু স্বপ্রসন্ন হইয়া । স্থখাবিষ্ট হইয় প্রভু দিলা পদছায় । আগে হরি নাম মন্ত্র করান শ্রবণ। তবে ত যুগল মন্ত্র করায় গ্রহণ ॥ কামগায়ত্রী কামবীজ উপাসনা দিয়া । মুঞ্জরী-যুথের কথা কহে বিবরিয়া ॥ পরকীয়া লীল। এই মুঞ্জরীযুর্থ বিনে । পরকীয় রস তীরে নামিলে কখনে ॥ ইহা সবার অমুগা বিন ব্রজ প্রাপ্তি নহে । নিশ্চয় করিয়া আমি কহিলাম তোহে ৷ এই ভাব শুদ্ধ মত অতি নিরমূলে । জাম্ব নদ হেম যেন পরম উজ্জ্বলে ॥ নিজ মনঃকথা তোরে কহিল বিবরি । ভজহু কৃষ্ণের পদ কৰ্ম্মাদি দূর করি ॥ সিদ্ধদেহে কর তুমি মানস সেবন । বাহদেহে কর সদা শ্রবণ কীৰ্ত্তন ॥ শুদ্ধভাবে ভজ সদা বৈষ্ণবচরণ । অনায়াসে পাবে রাধাগোবিন্দচরণ ॥ এতেক বৃত্তান্ত প্রভু উপাসনা দিয়া । প্রসন্ন হইল চিত্ত আনন্দিত হিয়া ॥ তবে রাজপুত্রে প্রতু করিলেন দয়া । আনন্দিত হইয়া প্ৰভু দিল পদচ্ছায়া ॥ শ্ৰীধাড়িহান্ধীর নাম হয় যুবরাজ । প্রভু কৃপাপাত্র যি হে মহা ভক্তরাজ ৷ তবে রাজা কালাচান্দের সেবা প্রকাশিল । শ্ৰীঅঙ্গ শোভা দেখি আনন্দে মজিল ৷ কালাচান্দ রূপ শোভা আনন্দে বিলোকে। আপনি আনন্দে প্রভু কৈলা অভিষেকে ॥ বৈষ্ণবের সেবা রাজা করে অনিবার। এইত কহিল যত রাজার ব্যবহার ॥ রাজার পরমার্থ শুনি শ্ৰীজীব গোসাঞি। নাম শ্ৰীগোপালদাস খুইল। তথাই ॥ ব্যাসাচাৰ্য্য প্রতি কৃপা আগেত লিখিল। নিজ পুরোহিত প্ৰভু তাহারে করিল।