পাতা:কর্ণানন্দ.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२१ কর্ণানন্দ । তাহার পর ঐ ব্যাস আচাৰ্য্য ঘরণী । তাহরে করিলা দয়া প্রভু গুণমণি ॥ নাম তার হয় ইন্দুমুখী ঠাকুরাণী । তাহার পরমার্থ রীত কি বলিতে জানি ॥ তার পুত্র শ্বামদাস চক্রবর্তী মহাশয় । তাহারে করিলা দয়া প্রভু কৃপাময় ॥ প্রভু কৃপা করে ভগবান কবিবরে ৷ পণ্ডিত রসিক ভিঁহে হয় মহা ধীরে । তবে প্রভু নারায়ণ কবি প্রতি দয়া । শরণ লইয়া তিহে দিল পদছায় ৷ শ্ৰীবৃসিংহ কবিরাজের হয় সহোদর। তাহার মহিম-সিন্ধু বাক্য অগোচর ॥ বাসুদেব কবিরাজ বড় গুণবন্ত । কৃষ্ণপদে নৈষ্ঠিক চিত্ত যাহার নিতান্ত । তাহারে করিলা দয়া সদয় হইয়। । কৃতাৰ্থ করিলা তারে পদচ্ছায় দিয়া । তবে প্রভু কৃপা কৈলা বৃন্দাবন দাসে । কবিরাজ খ্যাতি তার জগতে প্রকাশে ॥ তবে প্ৰভু কৃপ। কৈল নিমাই কবিরাজে। রূপ কবিরাজের ভ্রাতা খ্যাত জগমাঝে ॥ লক্ষ হরিনাম জপে সংখ্যা যে করিয়া । সংকীস্তনে নৃত্য করে স্থখাবিষ্ট হইয়া আবেশে অবশ তনু সঘনে ফুৎকার। লম্ফ কম্প করে ক্ষণে ক্ষণে হুহুঙ্কার ॥ নয়নের ধারা যার বহে অবিরাম । পুলকে আবৃত তনু সদা বহে ঘাম ॥ তার পর কৃপ। কৈলা শ্ৰীমন্তচক্রবর্তী ! পদtশ্রয় পাইয়া যিহে হইল কৃতকীৰ্ত্তি ॥ লক্ষ হরিনাম লয় নামে ত বিশ্বাস । বড়ই রসিক তিহে সংসারে উদাস ॥ তবে প্ৰভু কৃপা কৈলা শ্রীরঘুনন্দনে। যীরে কৃপা করি প্রভু স্থখাবিষ্ট মনে ॥ তার পর কৃপা কৈলা গৌরাঙ্গ দাসেরে । তাহার অনন্ত গুণ কে বণিতে পারে ॥ সদ। হরিনাম লয় ভাবাবিষ্ট মনে। নিজ প্রভুর পাদপদ্ম সদা চিন্তে মনে ॥ সদ