পাতা:কর্ণানন্দ.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় নির্যাস । ' ఫిసె কৃষ্ণপ্রসাদ চক্রবর্তী গতি প্রভুর শিষ্য। রাধাকৃষ্ণ লীলা রসে তিহে রহেন অবশ্ব ॥ তার ভ্রাতুষ্পপুত্ৰ শ্ৰীমদন চক্রবর্তী। কৃষ্ণলীলামৃত রসে যার সদ। আৰ্ত্তি ॥ বল্লীকান্ত চক্রবর্তী তার এক শিষ্য। মধুর রসেতে মগ্ন রহেন অবশু ॥ ঘনশ্যাম কবিরাজ তার কৃপাপাত্র । উদ্দেশ লাগিয়া দেখাইল দিঙ্গাত্র । অশেষ সেবক গতি প্রভুর ভক্তরাজ । ন জানিয়ে নাম তার লিখিতে হয় ব্যাজ ॥ প্রভুর উপশাখ। গণের না যায় লিখন । কিছু মাত্র দেখাইল দিগ্‌ দরশন ॥ আমি অতি তুচ্ছবুদ্ধি না জানি মহিমা । অপরাধ না লইবে জন্মাবে করুণ ॥ আগে পাছে নাম লিখি না লইবে দোষ । সবার চরণ বন্দি হইবে সন্তোষ ॥ কর্ণানন্দ কথ। এই সুধীর নির্যাস। শ্রবণে পরশে ভক্তের জন্মে প্রেমোল্লাস ॥ ঐআচাৰ্য্য প্রভুর কন্য। শ্ৰীল হেমলত। প্রেমকল্পবল্লী কিব। নিরমিল ধাত ॥ সেই দুই চরণপদ্ম হৃদয়ে বিলাসে । কর্ণtনন্দ রস কহে যদুনন্দন দাসে ॥ ॥ ধ্রু । ইতি শ্ৰীকৰ্ণানন্দে শ্ৰীঅচির্য্যেপ্রভুর উপশাখ। বর্ণন নামক দ্বিতীয় নির্যাস সম্পূর্ণ ॥ ৫ ॥ ২ ॥ # {