পাতা:কর্ণানন্দ.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় নির্ধাস । ' Sģ দিবস হইতে সন্ধ্যা পর্য্যস্ত। এতক্ষণ গেল প্রভুর ধ্যান না হয় অন্ত ॥ দেখিলেন অঙ্গের সব জড়িম হইল। মহাপ্রভুর ভৰি দুহার মনে পড়ি গেল। শ্বাস প্রশ্বাস নাহি হয় উদর স্পন্দন । দেখিতেই দুই জনার উড়িল জীবন ॥ কর্ণ উচ্চ করি কত করিলেন ধ্বনি। না হয় চেতন তাতে হরিধ্বনি শুনি ॥ এইরূপে রাত্রি যবে হইল প্রহরেক। মনে ঈশ্বরীর তৰে বাঢ়ি গেল শোক ॥ অনিষ্ট আশঙ্ক। কত উঠি গেল মনে । এবে বুঝি বিধি মোরে হৈলা নিষ্করণে ॥ বক্ষে করাঘাত মারে ভূমে গড়ি যায় । কি করিলে বিধি ! বলি করে ছায় হায় ॥ ক্ষণে স্থির হই দুহে মনে ধৈর্য্য করি। বসনে বাতাস ছু হে করে ধীরে ধীরি। প্ৰভু ধ্যানভঙ্গ নহে রাজ ত শুনিয়া। শীঘ্ৰ করি আইলেন ত্বরাযুক্ত হৈয়া ॥ প্রভুগৃহে আইলা রাজা হৃদয় কাতর। অষ্টাঙ্গ প্রণাম কত ভূমির উপর ॥ দেখিলেন রাজ। তবে ভীব গাঢ়তর । ভাব দেখি রাজা তবে অন্তরে কাতর ॥ হেন সে ভাবের চেষ্টা না শুনি কোথায় । নাসাতে অঙ্গুলি ধরে করে হায় হয়। ঠাকুরাণী পাশে রাজা অtসিয়া বসিল । শ্ৰীমতী দোহারে তবে কহিতে লাগিল ॥ ঠাকুরাণী কহে শুন কহিয়ে বচন । লাগিলা কহিতে তারে ভাব বিবরণ ॥ প্রহরেক দিন যবে ধ্যানেতে বসিলা । শ্ৰীমতীর মুখে রাজা সব তত্ত্ব পাইলা ॥ রাজা মহাব্যগ্র হইয়া কি করে উপায় । দীর্ঘ নিশ্বাস ছাড়ি রাজা করে হায় হাঁয় ৷ সেই ক্ষণে শ্ৰীবল্লভী কবিরাজ আসিয়া । ঈশ্বরীরে প্রণমিল ভূমে লোটাইয়া ॥ তবে শ্ৰীব্যাসাচার্য্য শ্ৰীকৃষ্ণবল্লভ। জানকী দাস প্রসাদ দাস আইলেন সব ॥ প্রভু দেখি সবে তবে বিষন্ন