পাতা:কর্ণানন্দ.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় নির্যাস । ' 9 গড়াগড়ি যায় ভূমে করে হtয় হয় । বক্ষে করাঘাত মারি কান্দে উভরায় ৷ ক্ষণে উঠে ক্ষণে পড়ে ক্ষণে অচেতন । ক্ষণে হাহাকার করি করেন ক্ৰন্দন ॥ এইমতে বিলাপ তবে করিতে লাগিল। আকুল হইয়া সবে হইল বিকল ॥ হ হ বড় নিষ্করুণ নিদারুণ বিধি। কেন বা হরিয়া নিলে সুখের অবধি ॥ দিয়া বিধি দয়ানিধি কেন হরি নিলে । মহীরত্ব দিয়া পুন কাড়িয়া লইলে ॥ তবে ত শ্ৰীমতী জীউ ভাবে মনে মনে । ভাবিতেই এক বার্তা পড়ি গেল মনে ॥ প্রফুল্প হইল চিত্ত প্রফুল্ল বদন । কহিতে লাগিল। তবে হইয়া হৃষ্টমন ॥ ভক্তগণ সবে মেলি করে নিবেদন ৷ কহ কহ ঠাকুরাণি ! কিবা তব মন ॥ রাজা আদি করি সবে,আইলা নিকটে । বার্তা কহি স্থির কর যাইব সঙ্কটে ॥ তবে ত শ্ৰীমতী কথা কহেন আনন্দে। প্রসন্ন হইয়া শুন যত ভক্তবৃন্দে ॥ পূর্বে আমি প্রভু মুখে যে কথা সুনিল । সেই সব কথা এবে মনেতে পড়িল ॥ রামচন্দ্র কবিরাজ প্রভুতত্ত্ব জানে। প্রভুর মনের বাৰ্ত্ত। অন্যে নাহি জানে ॥ fর্তহে। যদি আইসেন তবে সে আনন্দ কহিতে লাগিল৷ কথা করি মন্দ মন্দ ॥ ঠাকুরাণী কহেন শুন প্রভু এক দিনে । কবিরাজের গুণ কথা করেন ব্যাখ্যানে ॥ পরম সুধীরাবধি ভজন গম্ভীর। তার মনোবৃত্তি জানে সেই মহাধীর । আমার চিত্তবৃত্তি সব কবিরাজ জানে। কবিরাজ আসিব আজি দেখিমু স্বপনে ॥ এই কথা বার বীর কহেন আনন্দে। হেন কালে রামচন্দ্র আইলা পরানন্দে ॥ প্রভু দেখি ভূমে পড়ি প্রণাম অচেরি । বহু স্তুতি করি কহে যোড় হস্ত করি ॥ প্রভু উঠি তবে তারে আলিঙ্গন কৈল ।