পাতা:কর্ণানন্দ.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় নির্ধাস। " Sసి ভূমে লোটাইয়। আনন্দে নিরখে যত বৈষ্ণবের গণে । বৈষ্ণবের শোভা দেখি মহাহৃষ্ট মনে ॥ বৈষ্ণবের গণে তবে প্ৰভু নিবেদিল । প্রসাদভোজন লাগি প্রভু জানাইল ॥ সব বৈষ্ণব কহিলেন যে আজ্ঞ তোমার। অনুমতি পাই প্রভুর আনন্দ অপার ॥ স্থান সংস্কার করাইল আনন্দিত মনে । অtসিয়া ত বৈষ্ণবগণ বসিল ভোজনে ॥ বৈষ্ণব সব বসিলেন হয়ে শারি শারি দেখিয়া ত প্রভু সবে আপনা পাসরি ॥ আপনে প্ৰভু পরিবেশন করিতে লাগিল। আমি সব আনি দিয়ে অন্ন ব্যঞ্জনের থালা ॥ অীকণ্ঠ ভরিয়া বৈষ্ণব করিল ভোজন । আর কিছু চাহি প্রভু করে নিবেদন ॥ কিছু অার না চাহিয়ে শুন দয়ানিধি ৷ পাইলাম প্রসাদ মোরা ভাগ্যের অবধি ॥ ভোজন সমাপিয়া তবে আচমন কৈল । মুখশুদ্ধি করি তবে আসনে বসিল ॥ তার পরে তবে প্রভু আইল গৃহমাঝে । আনন্দে নিমগ্ন হৈলা দেখি কবিরাজে ॥ তবে মোরা উভয়েতে স্নান ংস্কার করি । পিঠের উপরে তাথে উর্ণবস্ত্র ধরি ॥ প্রভু আসি বসিলা তবে করিতে ভোজন। আমরা ত দুইজন করি পরিবেশন ॥ জিজ্ঞাসিলু কবিরাজ বস্থন ভোজনেতে । প্ৰভু কহে প্রসাদ ইহেঁ। পাইব পশ্চাতে ॥ এত বলি প্রভু প্রসাদ পান হৃষ্ট মনে । রামচন্দ্র বলি তাহ করেন ব্যজনে । ভোজন সারিয়া, প্রভু উঠিলেন তবে । অজ্ঞা দিল রামচন্দ্র ভোজন কর এবে ॥ আচমন করি প্রভু বসিলা সেই খানে । উঠিলেন কবিরাজ করিতে ভোজনে ॥ প্রভুর আসন আর ভোজনের পাত্র । ব্যঞ্জনের বাটী অীর প্রভু জলপাত্র। বলিয়া প্রসাদ পান আনন্দিত হুইয়া। প্রভুর অজ্ঞ বলি তাহা