পাতা:কর্ণানন্দ.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় নির্যাস । ' 86. কৈল নিবেদন ॥ রামচন্দ্র নরোত্তমে ভোজন করিতে। পরশিলে ইহা অামি দেখেছি সাক্ষাতে ॥ কৃপা করি কহ প্ৰভু ইহার কারণ । গুরু হইয়া শিষ্যে পরশি করিলা ভোজন ॥ প্রভু কহে শুন শুন সাবধান হুইয়া । দুই জনে ছুই হস্ত কহি বিবরিয়া ॥ কিবা দুই জন হয় আমার নয়ন। অভেদ শরীর রামচন্দ্র নরোত্তম ॥ নিশ্চয় জানিহ ইহা শুনহ কারণ। নিজ তাঙ্গ পরশিলে দোষ কি কারণ ॥ ইহা আমি দেখিলাম শুনিলু শ্রবণে । মনোমধ্যে তোমরা এবে কর অনুমানে ॥ এই সব কথা ঈশ্বরী কহিতে কহিতে। অচম্বিতে বাম চক্ষু লাগিল নাচিতে ॥ বাম উরু বাম অঙ্গ করয়ে নৰ্ত্তন । রামচন্দ্র আগমন জানিলা কারণ ॥ নিজেশ্বরী মুখে সবে বচন শুনিয়া । দেখিব যে রামচন্দ্র নয়ন ভরিয়া ॥ এইমতে সবে ভেল অনন্দে পুরিতে। সবাকার দক্ষিণ চক্ষু লাগিলা নাচিতে ॥ জানিলাম বিধি এবে পূরাবে মনোরথ । একত্র হইয়া সবে নিরীক্ষয় পথ ॥ সবেই আনন্দ পাইলা ভাবে মনে মন। হেন কালে রামচন্দ্রের হৈল আগমন ॥ দূর হইতে সবে রামচন্দ্রেরে দেখিয়া । অনিবারে গেল। তবে হৃষ্টচিন্ত হইয়া ॥ আপনি ঈশ্বরী দুই করিলা গমন । রামচন্দ্রে দেখে ছ"হে ভরিয়া নয়ন ॥ ঈশ্বরী দেখিয়া রামচন্দ্র কবিরাজ । পুলকে পূরিত দেহ অশ্রু হৃদি মাঝ । কবিরাজ তবে ঠাকুরাণীকে দেখিয়া। কত পরণাম করে ভূমে লোটাইয়া ॥ দেখি রামচন্দ্র সবে উল্লাস-হৃদয় । অন্ধকণর নাশি যেন রবির উদয় ॥ উঠে কবিরাজ তবে করযোড় করি। বিষগ্ন দেখিয়ে কেন কহ ত ঈশ্বরি ! ॥ প্রভুভক্তগণ সবে ব্যাকুল দেখিয়া । কি লাগি বিষণ্ণ দেখি কহ বিবরিয়া ॥