পাতা:কর্ণানন্দ.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় নির্বাস। &S ভাবসিন্ধু তাতে প্রকাশিয়া । নাসায় বেসর তাতে পড়িল খসিয় ॥ রাধার বেসর পড়িল যমুনার জলে । না পাইয়া আভরণ হইল ব্যাকুলে ॥ এই মত যত কথা কহে বিবরিয়া । শুনিয়া ত ঠাকুরাণীর অনন্দিত হিয়৷ ॥ যত কিছু বিবরণ সকলি কহিলা । অনন্ত প্রভুর ভাব নিশ্চয় জানিলা ॥ ধন্য ধন্য রামচন্দ্ৰ তুমি গুণসিন্ধু। কহিতে না পারি কিছু তার এক বিন্দু ॥ পূর্বে আমি প্রভু মুখে শুনিল তৰ গুণ । তোমার গুণকীৰ্ত্তি পুত্ৰ করিয়াছি শ্রবণ ॥ শুন শুন রামচন্দ্র তুমি গুণনিধি। তোমা পুত্ৰ পাইল মোরা ভাগ্যের অবধি ॥ এই মতে রামচন্দ্রে বহু প্রশংসিয়া নয়নে ঝরয়ে লীর মুখ বুক বৈয়া ॥ সুখের অবধি কিছু কহনে না যায় । রামচন্দ্র রামচন্দ্র বলি করে হtয় হায় ॥ নিছনি যাইয়ে পুত্র ইথে নাহি দায় । তব গুণে বিক্রীত হইলাম সৰ্ব্বথtয় ॥ বাহিরে অlইলা তবে রামচন্দ্রে লইয়া । সবে ত অনিন্দ পাইল৷ প্রভুকে দেখিয় ॥ যেবা সুখ উপজিল প্রভুর মন্দিরে । সহস্ৰ মুখে তাছা কেবা পারে বর্ণিবারে ॥ রামচন্দ্র চরিত্র দেখি সবে চমৎকার। ইহেঁ। প্রভুর প্রিয় অতি জানিলা নিৰ্দ্ধার ॥ তবে ত শ্ৰীমতী দুই মহানন্দ পাইয়া । রামচন্দ্র গুণ কথা কহে ফুকরিয়া ॥ শুন শুন ভক্তগণ শুনহ বচনে । রামচন্দ্র-চরিত্র-গুণ দেখিল নয়নে ॥ অদ্ভুত কাৰ্য্য ইহার বাক্য অগোচর । কি কহিব রামচন্দ্র গুণের সাগর। তবে শ্ৰীমতী রামচন্দ্রে লইয়া যতনে। সঙ্গেত লইয়। আর যত ভক্তগণে ॥ নিকটে প্রভুর যাই করে নিবেদন । এই রামচন্দ্ৰ পাইল অমূল্য রতন ॥ যেন তুমি তেন ইহ সমান চরিত্র। মনোমাঝে ইহা আমি