পাতা:কর্ণানন্দ.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ নির্যাস। 一●零豪客争一 জয় জয় মহাপ্রভু শ্ৰীকৃষ্ণচৈতন্য । পতিতপাবন যাহা বিনা নাহি অন্য n আর এক কথা শুন করিয়া যতন । মদীশ্বরী মুখে যাহা করেছি শ্রবণ ॥ রাজা ত যাইয়। তবে তাপনার ঘরে । রামচন্দ্র গুণকথা চিস্তেন অন্তরে ॥ সদা গর গর রাজী ভাবে মনে মনে ॥ রামচন্দ্র-গুণ সদা ভাবে রাত্রি দিনে ॥ রামচন্দ্র হেন রত্ন নাহি পৃথিবীতে। জানিলাম ইহা আমি চিত্তের সহিতে ॥ মনে ত বিচারি ইহা জানিল নিশ্চয় । ইহঁীর মুখে শুনি সাধন যদি ভাগ্য হয় ৷ তবে ত রাজ। যাইয় প্রভুর গৃহেতে। পরণাম করে বহু লোটাঞt ভূমিতে ॥ শ্ৰীমতীরে যাইয়। তবে পরণাম করি। তবে রামচন্দ্রে যাই প্রণাম ত্যাচরি ॥ প্রভুর নিকটে রাজা অতিদীন হইয়া । করযোড়ে কহে কিছু বিনয় করিয়া ॥ পতিতের ত্রাণ হেতু তোলার অবতার। করুণ করিয়া মোরে কর অঙ্গীকার ॥ দন্তে তৃণধরি প্রভু করহ করুণ। মে। ছর অধমে প্ৰভু না করিবে ঘৃণ ॥ করুণ করিয়া যদি দিলে পদচ্ছায় । ত্রিতাপে-তাপিত তামি না করিহ মায় ॥ এত দিন কাল মোর ব্যৰ্থ বহিগেল। রামচন্দ্র দেখি চিত্ত নিৰ্ম্মল হইল ॥ মাধ্যসাধন আমি কিছুই না জানি। নিজ গুণে দয়া কর তুমি গুণমণি ॥ ব্যাসের মুখেতে আমি যে কিছু শুনিল । তাহ শুনি মোর চিত্ত প্রসন্ন হইল ॥ রাজা কহে প্রভু তুমি হও দয়াময় । যোর প্রতি কৃপা কর হইয়া সদয় ॥ তুমি ত দয়ার সিন্ধু পতিতপাবন। করুণ করহ প্রভু লইলু শরণ ॥ অঙ্গীকার