পাতা:কর্ণানন্দ.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిa কর্ণানন্দ । গোচরণ বয়স্যাদি সঙ্গে লীলাগণ । নিত্যলীলায় মাত্রনাহি অসুর মারণ ॥ নিত্যলীলায় লীলায় এই ভেদ মাত্র । কহিলাম তোমারে ইহা পরম পবিত্র । নিত্যলীলাদি রস সব কহিল কারণ। যাহা নিত্যস্থিতি মাত৷ পিতা বন্ধুগণ ॥ ইহাতে দৃষ্টান্ত আছে শুনহ রাজনৃ। তাহার প্রমাণ কহি শাস্ত্রের বচন ॥ ধামান্তর হৈতে যবে কৃষ্ণ বৃন্দাবন আইলা । নিত্যপরিকর সঙ্গে সদা বিহরিলা ৷ দ্রোণ ধরা আদি করি বৈকুণ্ঠে পাঠাইয়া । বিহার করেন সদা আনন্দিত হৈয়া ॥ দ্রোণ ধরা আদি করি নন্দাদির অংশে । প্রকট হইলা আসি ব্রজ অবতংসে ॥ প্রেষ্ঠ হইতে প্রেষ্ঠ এই বন্ধুগণ লইয়া । নিত্যশীল বিরাজমান ব্রজেতে রহিল । এই নিত্য লীল। তোমায় কহিলাম সার । অনন্ত কহিতে নারে তাহার বিস্তার ॥ মুঞি ছীর হীন নহে লীলার গোচর। কি কহিব সেই লীলা সৰ্ব্ব পরাৎপর ॥ তথাহি লঘুভাগবতীয়ুতে প্রকটtপ্রকট লীলায়tং ৬১৷৬২অঙ্কে ব্রজেশদেরংশভূত। যে দ্রোণাদ্য অবতরন । কৃষ্ণস্তানেৰ বৈকুণ্ঠে প্রহিণোদিতি সাংপ্রতং ॥ ১ ॥ প্রেষ্ঠেভ্যোহপি প্রিয়তমৈ জনৈ গোকুলবাসিভিঃ। বৃন্দারণ্যে সদৈবাসে বিহারং কুরুতে হরিঃ ॥ ২ ॥ এই সব সাধনাঙ্গ কহিলাম সার । সম্যকৃ কহিতে তার কে পাইব পীর ॥ নিত্যলীলা আদি করি নানা পরকার ॥ কৃষ্ণতত্ত্ব রাধাতত্ত্ব লীলাতত্ত্ব আর ॥ আশ্রয়ালম্বন উদ্দীপন আদি করি । রতিভেদ তাঁহাতে সমর্থ সৰ্ব্বোপরি ॥ রামানন্দরীয় সঙ্গে যতেক সিদ্ধান্ত । রাজায় শুনাইলা তার