পাতা:কলিকাতার ইতিহাস.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯৬
কলিকাতার ইতিহাস।

দিগের জন্য একটি ভাল হাসপাতাল ও তাহাদের পাকিবার বারিক, এবং কোম্পানীর আনুকূল্যে ও সাধারণের চাঁঁদায় নির্মিত একটা গির্জা ছিল; গির্জাটা সেন র‍্যানের নামানুসারে অভিহিত হইত। বর্ত্তমান ফোর্ট উইলিয়ম দুর্গ পুরাতন কেল্লা হইতে কিয়দ্দুরে হুগলী নদীর নিম্নদিকে লর্ড ক্লাইভ কর্তৃক ১৭৫৭ অব্দে আরব্ধ হয়, এবং ১৭৭৩ অব্দে ইহার নির্ম্মানকার্য সমাপ্ত হয়। ইহাতে ২০,০০,০০০ পাউণ্ড ব্যয় হইয়াছিল। ইহা অষ্টভুজাকার; ইহার মধ্যে পাঁচটী পার্শ্ব বেশ সামঞ্জস্যবিশিষ্ট ও যথানিয়মে নির্মিত, কিন্তু অবশিষ্ট যে তিনটা পা নদীর অভিমুখীন, তাহার নির্ম্মানণপ্রণালী নিয়মানুগত হইয়া ইঞ্জিনিয়ারের ইচ্ছানুসারে নির্ম্মিত হইয়াছে।

 সমগ্র অট্টালিকাটা একটা পরিখা দ্বারা পরিবেষ্টিত। পরিখাটী শুষ্ক, কিন্তু উহার মধ্যস্থলে একটা খাত আছে; দুইটা কপাটে পোল দ্বারা তাহাতে নদী হইতে জল প্রবেশ করান যাইতে পারে...! কেল্লার ভিতর কেবল নিতান্ত আবশ্যক কতকগুলি গৃহ আছে যেমন সেনাধ্যক্ষের বাসভবন, সৈনিক কর্ম্মচারিগণের ও সৈন্যদিগের বাসস্থান ও অস্ত্রাগার......। প্রত্যেক তোরণের উপরে মেজর সাহেবের বাসের নিমিত্ত এক একটি গৃহ আছে। কয়েকজন প্রধান রাজপুরুষ একত্র মিলিত হইয়া ১৭৫৭ অব্দর জানুয়ারী মাসে কেল্লার ও তন্মধ্যস্থ অট্টালিকা গুলির যে মূল্য নিরূপণ করেন, তাহাতে উহার মুল্য ১,২০,০০০ টাকা অবধারিত হয়। মেজর রালক স্মিথ বলেন, “১৮৪৯ অব্দে ইহার নানা স্থানে ৬১৯টি কামান যুদ্ধার্থ তুলিয়া সাজান ছিল; ইহার ভিতর যে বারুদখানা ছিল, তাহা এত বড় যে, তাহাতে এক একটী ১০০ পাউণ্ডওজনের ৫১০০ ব্যারের বারুল ধরিত, এবং ইহার অস্ত্রাগারে ৪০ হইতে