পাতা:কলিকাতার ইতিহাস.djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পঞ্চম অধ্যায়।
৯৭

৫০ হাজার বন্দুক ও তদ্ভিন্ন পিস্তল এবং তরবারি ছিল। ভিন্ন ভিন্ন পরিধির তিন হইতে চারি হাজার লোহার ও পিতলের বড় বড় কামান এবং তদনুরূপ গোলাগুলি বোমা ছিল; 'কেস' ও ‘গ্রপশট’ ব্যতীত কেবল সেই গোলাগুলিতে ২ লক্ষ বার কামান ছাড়া যাইতে পারিত। তৎকালে ইহাতে ১৫,০০০ লোক স্বচ্ছন্দে থাকিতে পারিত......! ১৮৫৭ সাল হইতে অট্টালিকার ক্রমশঃই উন্নতি হইতেছে।”

 বর্ত্তমান গবর্ণমেণ্ট হাউস। (বড়লাটের বাসভবন) ময়দানের (গড়ের মাঠের উত্তর প্রান্তে অবস্থিত। মার্কুইস অব ওয়েলেসলি ১৭৯১ অব্দে ইহার নির্মাণ কার্য্য আরম্ভ করেন এবং ১৮০৪ অব্দে, তাহা সমাপ্ত হয়। (ইহাতে সর্ব্বসমেত প্রায় ১,৫০,০০ পাউণ্ড ব্যয় হইয়াছিল; জমির জন্য ৮,০০ পাউণ্ড, অট্টালিকার জন্য ১,৩০,০০ পাউণ্ড, এবং প্রথম বার সাজানর জন্য ৫,০০০ পাউণ্ড। জমির পরিমাণ প্রায় ৬ একার—(১৮ বিঘা ৩ কাঠা } হইবে; বরার্ট আতাম কর্তৃক নিম্মিত লর্ড স্কার্সডেলের ডাৰ্বিশিয়ারস্থ কেডলষ্টন হল নামক প্রাসাদের অনুকরণে ইহার নক্সা প্রস্তুত হইয়াছিল। রাজপ্রতিনিধি ও তাঁহার অনুচরবর্গের বাসগৃহ ব্যতীত ইহার ভিতর একটি কাউন্সিল চেম্বার (মন্ত্রিসভাগৃহ) আছে; তথায় উচ্চতম ব্যবস্থাপক সভার অধিবেশন হইয়া থাকে। ইহার নিমিত্ত সময়ে সময়ে ৪ যে সকল চিত্র, প্রর্ত্তিমূর্তি এবং অন্য সাজসজ্জা ও ভূষণ সংগৃহীত হইয়াছে, তাহাতে প্রাসাদের সৌন্দর্য্য বহুপরিমাণে বর্ধিত হইয়াছে, এবং তাহাদের মধ্যে কতকগুলি ঐতিহাসিক মূল্যেও অত্যন্ত অধিক।

 হাইকোর্ট মন্দির গবর্ণমেণ্ট হাউসের পশ্চিমে নদীর নিকটে