পাতা:কলিকাতার ইতিহাস.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ষষ্ঠ অধ্যায়৷
১০৫

লোকের সমাধিমন্দির আছে; তন্মধ্যে হ্যামিল্টন, চার্ণক ও তাঁহার হিন্দু বিধবা পত্নী, এবং ওয়াটসনের নাম বিশেষ উল্লেখযোগ্য।

 ১৮৩৯ অব্দে ময়দানের দক্ষিণ কোণে সেণ্ট পল ক্যাথিড্রাল নামক গির্জ্জার নির্মাণ আরব্ধ হয়। বেঙ্গল ইঞ্জিনিয়ার্স সম্প্রদায়ের মেজার ফোর্বস্ ইহার নক্সা প্রস্তুত করেন। ১৮৪৭ সালের ৮ই অক্টোবর তারিখে গির্জ্জাটী উৎসৃষ্ট হয়। ইহার নির্মাণার্থে প্রায় ৭৫,০০০ পাউণ্ড অর্থ সংগৃহীত হইয়াছিল; তন্মধ্যে বিসপ স্বয়ং ২০,০০০ পাউণ্ড দিয়াছিলেন, তাহার অর্ধাংশ নির্মাণকার্য ও অপরার্দ্ধ স্থায়ী ধনভাণ্ডার ইষ্ট ইণ্ডিয়া কোম্পানি ভূমি এবং নগদ ১৫,০০০পাউণ্ড দান করিয়াছিলেন। চাঁদায় ভারতবর্ষে ১২০০০ পাউণ্ড এবং ইংলণ্ডে ২৮,০০০ পাউণ্ড উঠিয়াছিল। মন্দিরের নির্ম্মাণকার্যে ৫০ ০০০ পাউণ্ড ব্যয় হইছিল ইংলণ্ডে যে চাঁদা সংগৃহীত হইয়াছিল তাহার মধ্যে Society for the propagat n of the Gos le(সুমাচারপ্রচার সমাজ) ৫,০০০ পাউণ্ড দিয়াছিলেন, Society for the promotion of Christian knowledge ৫,০০০ পাউণ্ড দিয়াছিলেন, এবং লণ্ডনের টমাস খাট সাহেব ৪,০০০ পাউণ্ড দিয়াছিলেন। পরলোকগত ধর্মপ্রাণ বিশপ উইলসনের সাধু চেষ্টায় ভগবানের এই মন্দির নির্ম্মিত হয়। কলিকাতার লর্ড বিশপ এই মন্দিরের প্রধান পুরোহিত; তিনি এখানকার উপাসনাদি কার্য্যের নির্বাহ করেন, ভারতের রাজপ্রতিনিধি ও অন্যান্য প্রধান প্রধান রাজপুরুষেরা এখানে উপস্থিত হইয়া তাহাতে যোগ দিয়া থাকেন। আজিকালি রোমান ক্যাথলিক, প্রোটেষ্ট্যাণ্ট, প্রেসবিটিরিয়ান ও মেথডিষ্ট এই সকল ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের বহুসংখ্যক গির্জ্জা কলিকাতার গৌরব বৃদ্ধি করিতেছে। প্রাচীনকালে ১৬৮৯