পাতা:কলিকাতার ইতিহাস.djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১১৬
কলিকাতার ইতিহাস।

বিদ্যমান আছে, আমরা এস্থলে তাহাদের সংক্ষিপ্ত পরিচয় দিতে। চেষ্টা করিব এ পরিচয় ধে নিতান্ত অসম্পূর্ণ হইবে, তাহা বলাই বাহুল্য। সকলেই জানেন যে, কলিকাতায় বহু ধর্ম্মমন্দিরেই দরিদ্র-পোষণের রীতিমত ব্যবস্থা আছে। হিন্দু ও মুসলমান সমাজে প্রত্যেক ধর্ম্মানুষ্ঠান উৎসবাদির পর কাঙ্গালীদিগকে ভোজন করান ও তাহাদিগকে অর্থসাহায্য করা অবশ্য কর্তব্য বলিয়া বিবেচিত হইয়া থাকে। সচরাচর কলিকাতাবাসীদিগের এইরূপ একটা নিন্দা শুনিতে পাওয়া যায় যে, কালসহকারে পুৰ্বভাবের পরিবর্তন হইয়াছে এবং কলিকাতাবাসীর। এক্ষণে অসহায় দীন দরিদ্র ও অনাথ অতুরদিগের দুঃখদুর্দশায় সম্পূর্ণ উদাসীন, তাহাদের দয়া- দাক্ষিণ্যের ভাব তিরোহিত হইয়াছ এইরূপ নিন্দা সত্ত্বেও আমরা দেখিতে পাই যে, দরিদ্রদিগের প্রতি কলিকাতাবাসীদিগের সহানুভূতি উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত হইতেছে, ইহা বড়ই সুখের বিষয় বলতে হইবে কয়েকটী প্রধান দাতব্য অনুষ্ঠানের দৃষ্টান্ত এস্থলে প্রকাশিত হইতেছে;—

 ১। ডিষ্ট্ৰীক্ট চ্যারিটেবল সোসাইটি (District: Charitable Society)—বিশপ টার্নার অপর কতকগুলি ইউরোপী ও দেশীয় ভদ্রলোকের সহধাগিতায় ১৮৩০ সালে লালবাজারে এই সমাজ প্রতিষ্ঠিত করেন। ইহার সহিত সংসৃষ্ট একটী আমস্ হাউস (অন্নসত্র) ও কুষ্ঠাশ্রম আমহাষ্ট স্ট্রীটে আছে। ইহার অর্থভাণ্ডারে গবর্নমেণ্ট প্রচুর অর্থ সাহায্য করিয়াছিলেন, এবং জোড়াসাঁকোর দ্বারকানাথ ঠাকুর এক লক্ষ টাকা দান করিয়াছিলেন।

  ২। (প্রসিডেন্সি হাসপাতাল। হ্যামিল্টন সাহেবের মতে ইহা ১৭.৯ সালে প্রথম প্রতিষ্ঠিত হয়। বর্তমান প্রেসিডেন্সি