পাতা:কলিকাতার ইতিহাস.djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২০
কলিকাতার ইতিহাস।

 ৫। ক্যাম্বেল হাসপাতাল। প্রথমে ইহঁর নাম ছিল ‘পপার হাসপাতাল। গবর্ণমেণ্ট এবং কলিকাতা মিউনিসিপালিটি ইহার সমস্ত ব্যয়ভার বহন করেন।

 ৬। অলবার্ট ভিক্টর হাসপাতাল। প্রধানতঃ ডাক্তার আর, জি, কর এবং সহরের পর কয়েক জন ডাক্তারের চেষ্টায় ১৫-১৬ বৎসর পূর্বে যে মেডিক্যাল স্কুল স্থাপিত হয়, সেই স্কুল হইতে এই হাসপাতালের উদ্ভব। আলবার্ট-ভিক্টরের স্থ যি-স্মৃতিচিহ্ন ভণ্ডারের উদ্বত্ত অর্থ এই হাসপাতালের অর্থভাণ্ডারের সহিত মিলিত হইয়াছে।

 ৭। পশুদের প্রতি নিষ্ঠুরতা-নিবারণী-সভা! (The calcutta society for the prevention of Cruelty to Animals):—দীর্ঘকাল হইতে কলিকাতায় এইরূপ একটা অনু, ষ্ঠানের অভাব অনুভূত হইয়া আসিতেছিল। লর্ড এলগিন ১৮৬২

    একটি ছাত্রকে লইয়া যাইতে চাহিলেন, এবং চতুর্থ আর একটিকে লইয়া যাইবার উপযুক্ত অর্থ লোকের নিকট চাঁদা করিয়া সংগ্রহ করিলেন। যে চারিজন ছাত্র অধ্যাপকের সহগামৗ হইয়া ৮ই মার্চ তারিখে বেণ্টিঙ্ক নামক স্টিমারে আরোহণ করেন, তাহাদের নাম-(১) ভোলানাথ বসু, ইনি লর্ড অকৃল্যাণ্ডের বরাকপুর স্কুলের ভুতপুর্ন ছাত্র; লর্ড অকল্যাণ্ড ইহাঁকে পাঁচ বৎসর নিজ ব্যয়ে মেডিকেল কলেজে পড়াইয়াছিলেন, এবং গ্রিফিথ সাহেব ইহাকে কলেজের মধ্যে উদ্ভিদূবিদ্যার সর্বোৎকৃষ্ট ছাত্র জ্ঞান করিতেন। (২) গোপালচন্দ্র শীল। (৩) দ্বারকানাথ বসু; ইনি একজন নেটিভ খৃষ্টান। পুঝে জেনারেল এসেমবিলিজ ইনষ্টিটিউশন নামক বিদ্যালয়ে পড়িয়াছিলেন এবং কিছুদিন স্বাদুঘরে সহকারীর পদে কার্য্য করিয়াছিলেন। (৪) সূর্য্যকুমার চক্র বর্ত্তী নামক কুমিল্লাবাসী একজন ব্রাহ্মণ; ইনি অপেক্ষাকৃত নিম্নশ্রেণীর ছাত্র কিন্তু সাতিশয় তীক্ষ্ণবুদ্ধি ও তেজস্বী।”