পাতা:কলিকাতার ইতিহাস.djvu/১২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ষষ্ঠ অধ্যায়।
১২১

সালে লণ্ডনের রয়াল সোসাইটির আদর্শে এই সমাজ প্রতিষ্ঠিত করেন। পরে ১৮৬৯ অব্দে বাবু প্যারীচঁদ মিত্রের যত্নে বঙ্গীয় ব্যবস্থাপক সভায় পশুদের প্রতি নিষ্ঠুরতা নিবারণদ্দেশে একটি আইন বিধিবদ্ধ হয়। এই সভার ব্যয় কতকটা সাধারণের চাঁদায় এবং কতকটা গবর্ণমেণ্টের অর্থ সাহায্যদ্বারা নির্ব্বাহিত হইয়া থাকে।

 ৮। কলিকাতা মুক-বধির বিদ্যালয়। প্রধানতঃ সিটিকলেজের অধ্যক্ষ শ্রীযুক্ত উমেশচন্দ্র দত্ত, শ্রীযুক্ত যামিনীনাথ বন্দ্যোপাধ্যায়, শ্রীযুক্ত শ্রীনাথ সিংহ ও শ্রীযুক্ত মোহিনীমোহন মজুমদারের যত্নে এই পরম হিতকর বিদ্যালয় স্থাপিত হয়। ইহার অবস্থা এক্ষণে বেশ সচ্ছল; সাকুলার রোডের উপর ইহার একটী সুন্দর অট্টালিকা হইয়াছে, এবং সরকারী বে-সরকারী সকল শ্রেণীর ভদ্রলোকেই এই শুভানুষ্ঠানে আন্তরিক সহানুভূতি ও যত্ন প্রকাশ করিয়া থাকেন।

 ৯। রমণীদ্বারা ভারতীয় রমণীগণের চিকিৎসাবিধানার্থে জাতীয় সমাজ (National Association for supplying Female medical Aid to the Women of India):13600 ভূতপূৰ্ব প্রধান শাসনকর্তা লর্ড ডফরিনের মহিষী এই মহানুষ্ঠানের প্রতিষ্ঠাত্রী। ভারতের সর্বত্রই ইহার বহুশাখা আছে। ইহার কার্যপরিচালনভার একটি সেণ্ট্রাল কমিটির হস্তে অর্পিত।

 ১০। জাতীয় সভা—বঙ্গশাখা (The National Associa- tion-Bengal Branch) —ইউরোপীয় ও দেশীয়দিগের মধ্যে সামাজিক সংযোগ ও সদ্ভাবের বৃদ্ধি এবং সম্রান্ত বংশসমুহের মধ্যে স্ত্রীশিক্ষার প্রসারই এই সভার উদ্দেশ্য। কুমারী মেরি কার্পেণ্টার উহার প্রতিষ্ঠাত্রী।