পাতা:কলিকাতার ইতিহাস.djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২২
কলিকাতার ইতিহাস।

 ১১। ভারতীয় বিজ্ঞান-সভা (The Indian Associatiog for the Cultivation of Science):—এই সভা ১৮৭৬ সালে স্থাপিত; বৌবাজার স্ট্রীটে ইহার একটী অতি সুন্দর ও প্রশস্তায়তন বাড়ী আছে। ইহার উদ্ভব ও বর্তমান সমৃদ্ধি সমস্তই একমাত্র পরলোকগত সুপ্রসিদ্ধ ডাক্তার মহেন্দ্রলাল সরকারের ঐকান্তিক যত্নের ফল। ইহার স্থাপনকালাবধি প্রত্যেক রাজপ্রতিনিধি ইহার পেট্রন (পৃষ্ঠপোষক) হইয়া আসিতেছেন, এবং বঙ্গের শাসনকর্তার ও অন্যান্য প্রধান প্রধান রাজপুরুষ সকলেই ইহার প্রতি আন্তরিক সহানুভূতি ও অনুরাগ প্রদর্শন করিয়াছেন।

 ১২। শোভাবাজার হিতৈষী সমাজ (The Sovabazar Benevolent Sciety):—১৮৮৩-৮৪ অব্দে স্থাপিত। মহারাজ কমলকৃষ্ণ দেব বাহাদুর ইহার প্রথম পেট্রন ও পোষণকর্তা। তাহার দ্বিতীয় পুত্র রাজা বিনয়কৃষ্ণ দেব বাহাদুর ইহার প্রতিষ্ঠাতা। জাতিধর্মনির্বিশেষে দরিদ্র ছাত্র, অসহায় বিধবা ও অনাথ আতুর- দিগের অভাবমোচনই ইহার উদ্দেশ্য।

 ১৩। হিন্দু বিধবা সাহায্য সভা। মহারাজ বাহাদুর সার যতীন্দ্রমোহন ঠাকুর হিন্দু বিধবাদিগের সাহায্যকল্পে তাহার স্বর্গীয় মাতৃদেবীর নামে অর্থভাণ্ডার উৎসর্গ করিয়া তাহা গবর্ণমেণ্টের হস্তে অর্পণ করিয়াছেন। এই পরম কল্যাণকর শুভানুষ্ঠানের কার্যভার গবর্ণমেণ্ট ও সদাশয় দাতার নিয়োজিত একটি কমিটি কর্তৃক পরিচালিত হইয়া থাকে।

 ১৪। কলিকাতা অনাথাশ্রমঃ—শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ দত্ত কর্তৃক স্থাপিত। পরলোকগত রাজা দিগম্বর মিত্র বাহাদুরের পৌত্র উদার- হৃদয় কুমার মন্মথনাথ মিত্র রায় বাহাদুরের সদয় যত্নে ইহার ভাণ্ডারে