পাতা:কলিকাতার ইতিহাস.djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
১৩৪
কলিকাতার ইতিহাস

প্রধান উদ্দেশ্য।” পরবর্ত্তী ১১ই জুন তারিখে কমিটির ইংরেজ মেম্বরগণ তাঁহাদের ‘ভোট’ দিবার অধিকার পরিত্যাগ করিবার অভিলাষ প্রকাশ করেন, এবং সভাপতি ও সহকারী সভাপতিও ইচ্ছা প্রকাশ করেন যে, অতঃপর তাঁহারা যেন বিদ্যালয়ের বেসরকারী মিত্র বলিয়া বিবেচিত হন। এ পর্যন্ত কমিটীর সমস্ত অধিবেশনই প্রধান বিচারপতির বাসভবনে হইয়াছিল। বোধ হয়, পাঠকগণের কৌতূহলনিবৃত্তির নিমিত্ত শিক্ষকগণের নাম এবং তাঁহাদের বেতনের পরিমাণ এস্থলে উল্লেখ করিলে অসঙ্গত হইবে না:

নাম জেমস আইজ্যাক ডি আনসেল,

ইরেজী বিদ্যালয়ের হেড মাষ্টার


নিকোলাস উইলার্ড, শিক্ষক
পিটার এমৃনিয়ার, শিক্ষক
হেনরি ওয়ার্ড, শিক্ষক
মৌলবী মহম্মদ এ, বকসি, পারসী শিক্ষক

বেতন টাকা ২০০্ মাসিক এবং

কার্যে যোগ দিলে সাজ-
সজ্জা বলিয়া ১০০্ টাকা।

“৩৬্
“৩৬্
“১৬্


 এতদ্ভিন্ন সেক্রেটারী স্বরূপে লেফটেনান্ট ফ্রন্সিস্ আর্ভাইনের বেতন মাসিক ৩০০্ টাকা, এবং নেটিভ সেক্রেটারী, সুপারিন্টেণ্ডেন্ট ও এ্যাকাউন্ট্যান্ট স্বরূপ দেওয়ান বৈদ্যনাথ মুখোপাধ্যায়ের বেতন মাসিক ১০০্ টাকা ছিল।