পাতা:কলিকাতার ইতিহাস.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ষষ্ঠ অধ্যায়।
১৩৯

উইলসন[১] ও ডেভিড হেয়ারকে স্ব স্ব প্রতিনিধি নিযুক্ত করিলে এই বিষয়ের সুমীমাংসা হইয়া যায়। ইহারই সমকালে রাজা বৈদ্য- নাথ, কান্তবাবুর পুত্র হরিনাথ রায়, এবং কালীশঙ্কর ঘোষাল যথা- ক্রমে ৫০,০০০, ২০,০০০ ও ২০,০০০ টাকা দান করেন। ছাত্রেরা যাহাতে অকালে বিদ্যালয় পরিত্যাগ না করিয়া দীর্ঘকাল বিদ্যা- লোচলা করিতে প্রবর্তিত হয়, এই উদ্দেশ্যে বৃত্তি স্থাপনার্থ ঐ অর্থ বিনিয়োজিত হইয়াছে। পুরাতন হিন্দু কলেজ বর্তমান সময়ে হিন্দু স্কুল নামে পরিচিত হইয়া এক্ষণে খাস গবর্ণমেণ্টের স্কুল হইয়াছে।

  1. অধ্যাপক উইলসনের বিবিধ বিদ্যায় পারদর্শিতা ও নানা গুণের পশ্চাদুক্ত সংক্ষিপ্ত পরিচয়টি সত্য সত্যই অতিরঞ্জিত নহে। যিনি ইহা লিপিবদ্ধ করিয়া- ছেন, তিনি উক্ত অধ্যাপক হইতে অনেক গুরুর বিষয়ে সম্পূর্ণ ভিন্ন-প্রকৃতি ছিলেন, এবং উভয়ের মধ্যে ব্যক্তিগত বন্ধুত্বও ছিল না যাহার জন্য তিনি অদ্ভুক্তি করিবেন। তিনি বলেন-“বোধ হয়, সুপ্রসিদ্ধ ক্রাইটনের সময়ের পর এ পর্যন্ত কোনও ব্যক্তিই একাধারে এরূপ বিবিধ, সঠিক, ও অপাতদৃষ্টির বিরুদ্ধ ভাবাপন্ন বলিয়া প্রতীয়মান বহু গুণ ও বিদ্যার অধিকারী হইতে পারেন নাই। তিনি একদিকে যেমন প্রগাঢ় সংস্কৃত পণ্ডিত, বৈয়াকরণ, দার্শনিক ও কবি ছিলেন অপরদিকে তেমনই সমাজের জীবন-স্বরূপ ও মার্জিতবুদ্ধি প্রকৃত কাজের লোক ছিলেন। স্বেচ্ছাপ্রবৃত্ত অভিনেতারূপে রঙ্গমঞ্চেই হউক, আর আমাদের সময়ের সর্বশ্রেষ্ঠ প্রাচ্যভাষাবিশারদরূপে অধ্যাপকের আসনেই হউক, সর্বত্রই তিনি আপনার কার্য্য যথাযথরূপে সম্পন্ন করিতেন। তিনি হিন্দুস্থানের পুরাতত্ত্ব, মুদ্রাত, ইতিহাস, সাহিত্য, ঐতিহাসিক কালনিরূপণ, মানবতা, সকল বিষয়েই গ্রন্থ রচনা করিয়াছেন; আর এই সকল বিষয়ে স্বয়ং কোলব্রুকও এত অধিক ও এরূপ উৎকৃষ্ট রচনা করিতে পারেন নাই। তাঁহার গ্রন্থসমুহে অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় পাওয়া যায়; তাহাতে অসুচিত গুরুগম্ভীর্য, গর্ব্ব বা অহমি- কার লেশমাত্র নাই। আর তাহার ভাষাও সকলের ভাষা অপেক্ষা শ্রেষ্ঠ সুশি- ক্ষিত ইংরেজ ভলোকর ভাষা।”