পাতা:কলিকাতার ইতিহাস.djvu/১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪০
কলিকাতার ইতিহাস।

 হেয়ার স্কুলঃ— ডেভিড হেয়ারের পবিত্র নাম স্মরণার্থ এই বিদ্যালয়ের এইরূপ নামকরণ হইয়াছে। ইহাও গবর্ণমেণ্টের স্কুল।

 লা মার্টিনিয়ার কলেজঃ— জেনারেল মার্টিন কর্তৃক স্থাপিত তিনি খৃষ্টানদিগের নিমিত্ত একটি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দুই লক্ষ টাকা দিয়া যান এবং তাহার স্থায়িত্বের জন্য আরও দেড়লক্ষ টাকা দান করেন। কলেজটিতে দুইটি বিভাগ আছে; একটি বালক- দিগের জন্য এবং অপরটি বালিকাদের জন্য। ইহা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সহিত সংসৃষ্ট এবং ইহাতে বি, এ, পর্যন্ত পড়ার ব্যবস্থা আছে।

 ক্লড মার্টিনের জন্মস্থান ফ্রান্সের অন্তর্গত লিয় নগর। তিনি ভারতে কাউণ্ট লালির অধীনে যুদ্ধ করিয়াছিলেন। পরে তিনি ইষ্ট ইণ্ডিয়া কোম্পানির সেনাদলে প্রবিষ্ট হন, এবং ক্রমশঃ উন্নতি লাভ করিয়া মেজর জেনারেলের পদ লাভ করেন। এই বিদ্যালয়টি ১৮৩৬ সালের ১লা মার্চ খোলা হয়, এবং জেনারেল মার্টিনের উই- লের অভিপ্রায়ানুসারে ইহার নাম ‘লা’ মার্টিনিয়ার রাখা হয়।

 সেণ্ট জেভিয়ার্স কলেজঃ— ও-ইহার অবস্থিতিস্থান ১০ ও ১১ নং পর্ক স্ট্রীট; যিশুসমাজের (The Society of jesus) লোকেরা ইহা স্থাপন করেন। ১৮৩৪ সালে পোপ ইহাদিগকে কলিকাতায় খৃষ্টধর্মের পক্ষ সমর্থন করিবার নিমিত্ত প্রেরণ করিয়াছিলেন। প্রধানতঃ দুইজন নগরবাসীর বদান্যতা হইতে এই বিদ্যালয়ের উদ্ভব; ইহাদের মধ্যে একজন কলেজের জন্য আপনার বাড়ী ছাড়ি দিয়াছিলেন, এবং অপর ব্যক্তি ইহার ব্যয়নিৰ্বাহার্থ বহু অর্থ দান করিয়াছিলেন। বর্তমান বাড়ীটা প্রথমে একটি থিয়েটারের জন্য নির্মিত হইয়াছিল। ১৮৪৪ সালে পাদরি ক্যারু সাহেব ইহা