পাতা:কলিকাতার ইতিহাস.djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ষষ্ঠ অধ্যায়।
১৪১

ক্রয় করিয়া লইয়াছেন। তৎকালে ইহার নাম সেণ্ট জন কলেজ ছিল; পরে বেলজিয়ানের জেটদিগের আগমনাবধি ইহার বর্তমান নাম এবং ইহার কার্যপরিচালনের অধিকতর সুব্যবস্থা হইয়াছে।

 লণ্ডন মিশনারি সোসাইটিজ ইনৃষ্টিটিউসন লণ্ডন মিশনারি সোসাইটি ১৭৯৮ অব্দে এদেশে মিসনবিস্তারে মনোনিবেশ করেন। তাহাদেরই যত্নে ও অর্থে এই বিদ্যালয়ের উৎপত্তি। ১৮৫৪ সালে ইহা ভবানীপুরে একটা বৃহত্তর ও বিস্তৃতায়তন বাটীতে স্থানান্তরিত হইয়াছে; সেই বাটীতে ভিন্ন ভিন্ন শ্রেণীর নিমিত্ত ভিন্ন ভিন্ন ঘর, একটি প্রকাণ্ড হল ও একটী সুন্দর লাইব্রেরি আছে।

 জেনারেল এসেমব্লিজ ইনষ্টিটিউসন চর্চ অব স্কটল্যাভুক্ত জেনারেল এসেমব্লি নামক খৃষ্টান সম্প্রদায়ের সবিশেষ যত্নে ও আনু- কূল্যে এই বিদ্যামন্দির প্রতিষ্ঠিত হয়। প্রথম প্রথম খৃষ্টান মিশনা- রিরা দেশীয় ভাষায় খৃষ্টধর্ম প্রচার করিতেন; কিন্তু পারি ডাক্তার আলেকজাণ্ডার ডফ ১৮৩০ অব্দে এই বিদ্যালয় সংস্থাপন করিয়া ইংরেজী ভাষায় বৃষ্টধর্ম্মের গাঢ় তত্ত্বজ্ঞানপূর্ণ উপদেশ প্রদান করিতে লাগিলেন। প্রথম কতিপয় বৎসর এই স্কুল কয়েকটি ভাড়াটিয়া বাড়ীতে বসিয়াছিল। অবশেষে কর্ণওয়ালিস স্কোয়ারে বর্তমান সুন্দর ভবন নির্দিষ্ট হইলে ১৮৩৮ অব্দে তথায় স্থানান্তরিত হয়। এই বিদ্যালয়ের স্থানটি যে অতি উৎকৃষ্ট, তাহা বলাই বাহুল্য। ১৮৪৪ সালে এতৎসংসৃষ্ট মিশনারিরা ফ্রি-চর্চ নামক সম্প্রদায়ের সহিত মিলিত হওয়ায় কিছুদিনের জন্য এই বিদ্যালয়ের কার্য্য স্থগিত ছিল। পরে ১৮৪৬ অব্দে চর্চ্চ অব স্কটল্যাণ্ড পাদরি ডাক্তার অগিলভির অধ্যক্ষতাধীনে ইহার কার্য পুনরারম্ভ করেন। ইহাতে দুইটি বিভাগ আছে—স্কুল বিভাগ ও কলেজ বিভাগ।