পাতা:কলিকাতার ইতিহাস.djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ষষ্ঠ অধ্যায়।
১৫৭

বিদ্যালয়ও বেশ ভাল অবস্থাপন্ন ছিল; তিনি ইংরেজী-রচনার দিকে বিশেষ মনোযোগ দিতেন। তিনি নিজেও সুমিষ্ট কবিতা রচনায় পটু, উত্তম ভাস্কর, চিত্রকর ও সঙ্গীতজ্ঞ বলিয়া প্রসিদ্ধ ছিলেন। মিলিটারী অরফ্যান সোসাইটিও বালিকাদিগকে কার্যকরী শিক্ষা প্রদান করিতে ব্যাপৃত হইয়াছিল। টমসন নামক এক সাহেব গোরা সৈনিকদিগের সন্তানসন্ততির দুরবস্থাদর্শনে দয়ার্দ্রচিত্ত হইয়া সার্কুলার রোডে স্ত্রী-অনাথাশ্রম স্থাপন করে। গবর্নমেণ্ট এই আশ্রমে মাসিক ২০০ টাকা সাহায্য করিতেন। পাদরি হভেণ্ডন সাহেব বালিকাদের শিক্ষার নিমিত্ত এক অনাথ-সমিতি প্রতিষ্ঠিত করেন।

 ১৮১৯ সালে কলিকাতা স্ত্রী-যুব-সমিতি (The Calcutta Female Juvenile Society) প্রতিষ্ঠিত হয়। বাঙ্গালা স্ত্রী- বিদ্যালয়ের সাহায্য করিবার উদ্দেশ্যে ইহার প্রতিষ্ঠা। এই সমিতি প্রথমে ৩২টা ছাত্রী লইয়া একটি বিদ্যালয় স্থাপন করেন। এক বৎসরের মধ্যে উহাতে আরও ৮টী বালিকা প্রবিষ্ট হয়। পড়া, লেখা, ও সুচিকর্ম এই বিদ্যালয়ে শিক্ষা দেওয়া হইত। ১৮২২ সালে এই সমিতি বঙ্গীয় খৃষ্টান স্কুল সোসাইটির সহিত মিলিত হইয়া যায়। উক্ত অব্দে দেশীয় বালিকাদের শিক্ষার নিমিত্ত এক মহিলা-সমিতি প্রতিষ্ঠিত হয়। কুমারী কুক পরে মিসেস্ উইলসন) এই সমিতির উন্নতির নিমিত্ত বিস্তর শ্রম স্বীকার করিয়াছিলেন।

 পরলোকগত মাননীয় জে, ঈ, ড্রিঙ্কওয়াটার বেথুন (বীটন) বঙ্গদেশে প্রকৃতপ্রস্তাবে স্ত্রীশিক্ষার প্রবর্তন করেন। ১৮৫০ সালের নবেম্বর মাসে বেথুন স্কুল নামে একটী বালিকাবিদ্যালয়