পাতা:কলিকাতার ইতিহাস.djvu/১৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৬২
কলিকাতার ইতিহাস।

ও সাহিত্যরাজ্যে উহার প্রকৃতাবস্থা নির্ধারণ প্রধানতঃ ইহারই ধারা হইয়াছে। এই সভা যদি সংস্কৃত গ্রন্থসমূহ মুদ্রিত করিয়া সভা- জগতে বিতরণ না করিত, তাহা হইলে ঐ সকল অমূল্য পুস্তক ইউরোপীয় নির্জনসমাজে অপরিচিত থাকিত। পরলোকগত ডাক্তার হোরেস হেমান উইলসন, টমাস কোলব্রুক, জেমস্ প্রিন্সেন, ও ডাক্তার রাজা রাজেন্দ্রলাল মিত্র প্রভৃতি স্বনামখ্যাত মহোদয়গণ ইহার সদস্য ছিলেন। এই সমাজের সহিত সম্পৃক্ত একটি ত্রিশা- লিকা (যাদুঘর) আছে; তাহাতে নানাপ্রকার বহুসংখ্যক খনিজ পদার্থ ও মানবজাতির আদর্শ সংগৃহীত হইয়াছে; অভিন্ন উহাতে অনেক অতি পুরাকালীন নিদর্শন, প্রতিমূর্তি, মুদ্রা দুষ্প্রাপ্য চিত্র তাম্ৰানুশাসনলিপি, মনুষ্যের উত্তমাঙ্গের প্রতিমূর্তি চিত্রপট প্রভৃতি আছে। ইহাতে এক উৎকৃষ্ট পুস্তকালয়ও আছে; তাহাতে অন্যান্য অনেক পদার্থের মধ্যে বহুসংখ্যক সংস্কৃত, আরবী, পারসী, হিন্দু- স্থানী, বৰ্মী ও নেপালী ভাষায় হস্তলিখিত পুথি আছে। চৌরঙ্গি রোডের পার্শ্বস্থ চিত্রশালিকার ভবনটা যেমন বৃহৎ ও দৃঢ়, তেমনি সুদৃশ্য ও মনোহর। এসিয়াটিক সোসাইটি এখন ৫৭ নং পার্ক- স্ট্রীটে অবস্থিত।

  ভারতীয় কৃষিসমিতি (The Agri-Hori-Horticultural Society of India):–—ব্যাপটিষ্ট মিশনারি জেমস ক্যারি সাহে- বের আনূকুল্যে এই সমিতি প্রতিষ্ঠিত। অধুনা মেটকাফ হল নামে পরিচিত কলিকাতা সাধারণ পুস্তকালয়ের সর্ব নিম্নতলে ইহার সভার অধিবেশন হইয়া থাকে। প্রথম প্রথম রাজা সার রাধাকান্ত দেব বাহাদুর ও বাবু দ্বারকানাথ ঠাকুর প্রভৃতি খ্যাতনামা দেশীয় ভদ্র- লোকগণ ইহার উন্নতিকল্পে সবিশেষ যত্ন প্রকাশ করিতেন। আলি-