পাতা:কলিকাতার ইতিহাস.djvu/১৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
left
ষষ্ঠ অধ্যায়।
১৬৩

পুরে এই সমিতির একটা উদ্যান আছে; তথায় সকল প্রকার গাছ পালা ও ফুল উৎপাদন করিয়া সাধারণকে বিক্রয় বা সদস্য- গণকে বিতরণ করা হয়। প্রতি বৎসর তথায় একটা ফুলের মেলা বসিয়া থাকে।

 আর্ট স্কুলঃ— ১৮৫৪ খৃষ্টাব্দের প্রথমভাগে হজসন প্র্যাট সাহে- বের ভবনে একটা সমিতির অধিবেশন হইয়া কয়েকজন ভদ্রলোককে লইয়া যে কমিটি গটিত হয়, তাঁহাদেরই চেষ্টায় ঐ বৎসরই এই বিদ্যালয় স্থাপিত হয়। চিত্রপট অঙ্কন, ধাতু পাত্রের উপর চিত্রা- স্কন, এবং খোদাই ও ঢালাই কাজ শিক্ষা দেওয়াই ইহার উদ্দেশ্য। মোসিয়া রিগো নামক জনৈক ফরাসী ইহার প্রথম শিক্ষক ছিলেন। ১৮৬৪ অব্দে বেঙ্গল গবর্নমেণ্ট এই বিদ্যালয়ের সম্পূর্ণ ভার গ্রহণ করিয়াছেন। ইহাতে একটা সুন্দর চিত্রশালা আছে। ইহা এক্ষণে একজন সাহেব অধ্যক্ষের অধীন। সকলেই এখানে শিক্ষালাভ করিতে পারে। পুর্বে ইহা বৌবাজার স্ট্রীটে ছিল, কিন্তু সম্প্রতি চৌরঙ্গি রোডে যাদুঘরের নিকট ইহার নিজের সুন্দর বাটীতে উঠিয়া গিয়াছে।

 বেথুন সোসাইটিঃ— সাহিত্য ও বিজ্ঞান আলোচনায় অনুরাগ জন্মাইবার এবং ইউরোপীয় ও দেশীয়দিগের মধ্যে জ্ঞানানুশীলন বিষয়ক সংযোগসংস্থাপনের উদ্দেশ্যে এই সমিতির প্রতিষ্ঠা। মাননীয় জষ্টিস ফিয়ার, কর্ণেল ম্যাপস, পাদরি কে, এম, বন্দ্য, প্রখ্যাত ব্যারিষ্টার মনোমোহন ঘোষ, বাবু প্রসন্নকুমার সর্বাধিকারী প্রমুখ মহাত্মা ইহার কার্যে অন্তরের সহিত যোগ দিয়া প্রবন্ধ পাঠ ও বক্তৃতা করিতেন।

 বঙ্গীয় সমাজবিজ্ঞান-সম্মিলনী (The Bengali social