পাতা:কলিকাতার ইতিহাস.djvu/১৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৬৪
কলিকাতার ইতিহাস।

Science Association):—কুমারী মেরি কার্পেণ্টারের সঙ্গে এবং মাননীয় জষ্টিস ফিয়ায় ও বেভালি, পাদরি লঙ, নবাব আবদুল লতিফ যাঁ বাহাদুর প্রমুখ মহোদগণের পৃষ্ঠপোষকতায় ১৮৬৭ সালে এই সম্মিলনী প্রতিষ্ঠিত হয়। জনসাধারণের সামাজিক, মানসিক ও নৈতিক অবস্থার তথ্য সংগ্রহ বিষয়ে ইউরোপীয় ও দেশীয়গিকে সম্মিলিত করিয়া বন্ধুদেশে সমাজিক উন্নতির সহায়তা করাই ইহার উদ্দেশ্য ছিল। এতৎসম্পর্কে আইন, শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্য বিষয়ে বহু হিতকর বক্তৃত এই সম্মিলনীর অধিবেশন হইয়া গিয়াছে। দুর্ভাগ্যবশতঃ বেথুন সোসাইটি ও এই সম্মিলনী উভয়েরই অস্তিত্ব বিলুপ্ত হইয়াছে।

 মুসলমান-সাহিত্য-সমিতি (The Mahammedan literary Society) ঃ—১৮৬৩ অব্দে ইহা প্রতিষ্ঠিত হয়। সর্বশ্রেণীর জনগণের মধ্যে, বিশেষতঃ মুসলমান-সমাজে, সামাজিক ভাব সাহিত্য-বিষয়ে অনুরাগ উদ্দীপিত করিবার উদ্দেশ্যে ইহার প্রতিষ্ঠা। পরলোকগত নবাব আবদুল লতিফ খাঁ বাহাদুর ইহার প্রাণস্বরূপ ছিলেন। বস্তুতঃ নবাব বাহাদুর ভারতবাসী সকল সম্প্রদায়েরই একজন প্রধান নেতা বলিয়া বিবেচিত হইতেন। সকল সমাজে এই সভার প্রতিষ্ঠালাভ কেবল আবদুল লতিফ বাহাদুরেরই যত্নের ফল, তাহাতে সন্দেহ নাই। তাঁহারই যত্নে টাউনহলে ইহার বার্ষিক অধিবেশনের সময় ভারতের রাজপ্রতিনিধি ও প্রধান সেনা- ধ্যক্ষ এবং বঙ্গীয় লেপটেন্যাণ্ট গবর্ণরগণ উপস্থিত হইতেন।

 যুবকগণের উচ্চতর শিক্ষাসমিতি বা কলিকাতা ইউনিভার্সিটি ইন্সটিটিউট The Society for the Higher Training of young Men or The Calcutta University Ins-