পাতা:কলিকাতার ইতিহাস.djvu/১৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সপ্তম অধ্যায়
১৬৭

বিবরণ, সমাজতত্ত্ব গণিত, প্রকৃতি-বিজ্ঞান, প্রাচ্য ও প্রতীচ্য দর্শন, ও অন্যান্য বিদ্যার আলোচনাই ইহার অন্যতম প্রধান উদ্দেশ্য। ইহার বিশেষ গুণ এই যে, ব্রাহ্মণ পণ্ডিত শ্রেণীর প্রতি ইহা বিল- ক্ষণ শ্রদ্ধাভক্তি ও সহানুভূতি প্রদর্শন করিয়া থাকে, কারণ তাঁহ- দের সহায়তা ও সহযোগিতা ব্যতিরেকে সংস্কৃত সাহিত্যের পুন- কুদ্ধার অসম্ভব। সাহিত্য-সংহিতা নামে এই সভার একখানি মুখ- পত্র আছে; পার্লেমেণ্ট মহাসভার ব্লু-বুকেও তাহার যথেষ্ট সুখ্যাতি বাহির হইয়াছে। বঙ্গের ভূতপূর্ব্ব লেফটেনাণ্ট গভর্ণর পরলোকগত সরজন উড বর্ণ ইহার কার্যকারিতা হৃদয়ঙ্গম করিয়া ইহার পেট্রন হইয়াছিলেন। বর্তমান লেফটেনাণ্ট গভর্ণর মহোদয় ইহার পেট্রন পদ গ্রহণ করিয়াছেন, এবং বহু প্রধান প্রধান রাজপুরুষ ইহার সহিত যোগদান করিয়া আপনাদের সহানুভূতি প্রকাশ করিয়াছেন।


সপ্তম অধ্যায়।

বাণিজ্য।

 বাণিজ্য আধুনিক ইতিহাসের একটি প্রধান অঙ্গ। ইহা রাজনীতির অর্ধাঙ্গ। কারণ জাতিবিশেষের প্রাধান্য তাহার ধনের উপর নির্ভর করে, এবং ধন আবার প্রধানতঃ বাণিজ্যের উপর নির্ভর করে। নূতন নূতন দেশ আবিষ্কার করিবার নিমিত্ত দুঃসাহসিক কার্য্যে প্রবৃত্ত হইবার প্রকৃত কারণ অন্বেষণ করিলে দেখিতে পাওয়া যায় যে, কেবল বৈজ্ঞানিক অনুসন্ধিৎসাই উহায়