পাতা:কলিকাতার ইতিহাস.djvu/১৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৭৬
কলিকাতার ইতিহাস।

 ১৮০২ হইতে ১৮০৬ অব্দ পর্যন্ত পাঁচ বৎসরে:—

আমদানি পণ্যব্য দি টাকা ১,৯১,২১,৩৬৯

লণ্ডনা রপ্তানি পণ্যদ্রব্য ৪,৬০,১৩,৯০৮
আমদানি অপেক্ষা রপ্তানি অধিক ২,৬৮,৯২,৫৩৯
ঐ কালমধ্যে আমদানি ধন ৪৪,১৫,১৫
পাঁচ বৎসরে বঙ্গে অর্থাগম ৩,১৩,৭৭,৭০৪

 বিনিময়ের হার টাকায় ২ শিলিঙ ৬ পেন্স ধরিলে ৩৯,২২,২১,৩ পাউণ্ড হয়, অর্থাৎ প্রতি বৎসরের গড় ৭,৮৪,৪৪২, পাউণ্ড ১২ শিলিঙ।

 ১৮০২ খৃষ্টাব্দের পূর্ববর্তী সাত বৎসরের (অর্থাৎ ১৭৮৫ হইতে ১৮০২ পর্যন্ত বঙ্গ ও লণ্ডনের বাণিজ্যের আমদানি রপ্তানি পণ্যদ্রব্যের হিসাব পরীক্ষা করিলে দেখিতে পাওয়া যায় যে, ঐ সময়ের আমদানি পণ্যদ্রব্যের মোট মূল্য ১,৬৪,০৩,১৭৫্ সিক্কা টাকা এবং রপ্তানি পণ্যদ্রব্যের মোট মুল্য ১,৩০,৪৩,৫৭৯্ সিক্কা টাকা; সুতরাং স্পষ্টই দেখা যাইতেছে যে, আমদানি অপেক্ষা রপ্তানি ৩,৬৬,৪০৪্ সিক্কা টাকা অধিক হইয়াছিল। আবার যদি ঐ সাত বৎসরে লণ্ডন হইতে বঙ্গে যে ৮২,২৩,৯২৪্ সিক্কা টাকার অর্থ আমদানি হইয়াছিল, তাহা যদি পূর্ব্বোক্ত টাকার সহিত একত্র করা যায়, তাহা হইলে দৃষ্ট হয় যে, ঐ কালমধ্যে বঙ্গের ৪,৪৮,৬৪,৩২৮ সিক্কা টাকা অর্থাগম হইয়াছিল, এবং বিনিময়ের হার প্রতি টাকায় ২ শিলিঙ ৬ পেন্স ধরিলে উহাতে ৫৬,০৮,০৪১ পাউণ্ড হয়, অর্থাৎ প্রতি বৎসরের গড় ৮,০১,১৪৮ পাউণ্ড ১৪ শিলিঙ ৩ পেন্দ হয়। তবেই দেখা যাইতেছে, ১৮০২ সালের পূর্ব্ববর্ত্তী সাত বৎসরের প্রতি বৎসরের গড় অর্থাগম