পাতা:কলিকাতার ইতিহাস.djvu/১৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৭৮
কলিকাতার ইতিহাস।

কর্ম্মচারিগণের নিয়োজিত মূলধন, রাজা তৃতীয় জজের সময়ের ৩৩ আইনের ৫২ম অধ্যায়ানুসারে প্রদত্ত টনেজ হিসাবে অপরাপর ব্যক্তিরা চালানি মাল, এবং বঙ্গ হইতে পণ্যদ্র ইংলণ্ডে লইয়া যাইবার এবং তথা হইতে ইউরোপীয় পণ্যদ্রব্য লইয়া প্রত্যাগত হইবার অনুমতিপ্রাপ্ত দেশীয় জাহাজের মাল ধরা হইয়া থাকে।

 ২। ফরেন ইউরোপ নামে অভিহিত ইউরোপের অপরাপর অংশের সহিত অর্থাৎ ডেন্মার্ক, হামবর্গ, লিসবন, ম্যাডিরা, কার্ডিজ প্রভৃতি স্থানের সহিত বাণিজ্য।

 ৩। আমেরিকার অন্তর্গত ইউনাইটেড স্টেটস নামক রাজ্যের সহিত বাণিজ্য।

 ৪। বৃটিশ { অর্থাৎ বৃটনাধিকৃত এসিয়ার সহিত বাণিজ্য; ১৮০১ সালে নিয়লিখিত স্থানগুলি উহার অন্তর্ভুক্ত ছিল; ঐ সময়ের পরে নৃতন ককগুলি স্থান অধিকৃত হইলেও পুর্বের সেই ব্যবস্থাই চলিতেছেঃঃ—

 (১) মালাবার উপকূল; দক্ষিণ ভারত-উপদ্বীপের সমগ্র পশ্চিমাংশ ইহার অন্তর্ভুক্ত।

 (২) করমণ্ডল উপকূল; সমগ্র পূর্ব উপকূলভাগ ইহার অন্তর্ভুক্ত।

 (৩) সিংহলদ্বীপ।

 (৪) সুমাত্রার উপকূল।

 ৫। ১৮০১ সালে ফরেন (অর্থাৎ বৃটিশ অধিকারের বহির্ভূত। এসিয়া নামে পরিচিত নিম্নলিখিত স্থানগুলির সহিত বাণিজ্য; ইহাদের মধ্যে কয়েকটি স্থান পরে বৃটিশ অধিকারভুক্ত হইলেও পুর্ব্ব ব্যবস্থাই চলিতেছে: