পাতা:কলিকাতার ইতিহাস.djvu/১৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৮৬
কলিকাতার ইতিহাস।

বাণিজ্য করিতেন, অনেক সময়ে প্রভু ও ভৃত্যের স্বার্থে পরস্পর সংবর্ষ উপস্থিত হইত, এবং তাহার ফল যাহা হইত তাহা বর্ণন করা অপেক্ষা অনুমান করা সহজ। বোল্টন্ সাহেব বলেন, ইষ্ট ইণ্ডিয়া কোম্পানির কর্মচারীরা নিজে নিজে কলিকাতায় এক পৃথক কোম্পানি গঠন করিয়া লবণ, সুপারি ও তামাকের ব্যবসা করিতে আরম্ভ করেন। এই কোম্পানির অস্তিত্ব প্রতি দুই বৎসরমাত্র ছিল; আর কবিতা আছে যে, এই সময় মধ্যে অংশীদারেরা মোট ১০,৭৪,০০২্ টাকা লাভ পাইয়াছিলেন। এই কোম্পানির মূলধন ৬০ অংশে বিভক্ত ছিল। এইরূপ স্বতন্ত্র বাণিজ্যে কোম্পানির বাণিজে ব্যাঘাত পাইত বলিয়া ইংলণ্ডের ডিরেক্টরসভা ইহা রহিত করিয়া দেন।

 'ওরিএণ্টাল কমার্স’ নামক পুস্তকে লিখিত আছে যে, “কোম্পানির জাহাজের অধ্যক্ষগণ ও কর্ম্মচারীরা নিজ নিজ নামে স্বতন্ত্রভাবে ১৭৮৪ হইতে ১৭৯১ সাল পর্যন্ত যে বাণিজ্য করিয়াছিলেন, তাহা লণ্ডনে কোম্পানির বিক্রয়ে নিম্নলিখিত পরিমাণে দাঁড়াইয়াছিল; ইহার ভিতর চীন হইতে আমদানি মালও ধরা হইয়াছে, তাহার আনুমানিক মূল্য বার্ষিক ২,৫০,০০০ পাউণ্ড হইবে:—


অব্দ। পাউণ্ড।

১৭৮৫-৮৬ ... ... ৬,১১,২০৫
১৭৮৬-৮৭ ... ... ৫,৪৭,৩৩৭
১৭৮৭-৮৮ ... ... ৯,১৮,৩৮৯
১৭৮৮-৮৯ ... ... ৮,১০,৫১৬
১৭৮৯-৯০ ... ... ৮,৩৮,৪৮৪