পাতা:কলিকাতার ইতিহাস.djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৮৮
কলিকাতার ইতিহাস।

“বহু বৎসর যাবৎ তাহারা উৎকট মহাপাপসমূহের ও অতীব গর্হিত অসাধুতার অনুষ্ঠান করিয়া আসিতেে; কোম্পানি বিশ্বাস করিয়া তাহাদের হন্তে যে সকল দ্রব্য দিয়াছেন, সেগুলি তাহারা আপনাদের লুণ্ঠন সামগ্রী গণ্য করিয়াছে। তাহারা অতীব নির্লজ্জ রে স্বেচ্ছাচারিতার সহিত চালানে লিখিত মুল্য কৃত্রিম করিয়াছে।” বণিকদিগের নীতিজ্ঞানের অভাবই তাহাদের দোষের একমাত্র কারণ নহে; আলস্যও ইহার একটি প্রধান কারণ। গ্র‍্যাণ্ড প্রী মাদ্রাজ সম্বন্ধে যাহা লিখিয়াছেন, কলিকাতা সম্বন্ধেও তাহা বেশ খাটে। তিনি লিখিয়াছেন —“পণ্ডিচারি অপেক্ষা মাদ্রাজের বাণিজ্য আরও সম্পূর্ণরূপে কৃষ্ণকায়দিগের করায়ত্ত, কারণ তথাকার কুঠিগুলি অধিকতর বিস্তৃত ও লাভজনক এবং বিক্রয়ও খুব বেশী। ইউরোপীয় বণিক হিসাবের সম্মানুসূক্ষ্ম বাবগুলি মোটেই দেখেন না, তাহার দোভাষী তাহাকে হিসাবের যে ঘোটামুটি সংক্ষিপ্ত খতিয়ান দেখায়, কেবল তাহারই প্রতি দৃষ্টিপাত করেন। তিনি কারবারের স্থানের বহুদূরে বাস করেন এবং যে ভাবে জীবন যাপন করেন, তাহাতে এরূপ তাচ্ছীল্য ও উপেক্ষার ভাব স্বাভাবিক।কারণ তিনি দিবসে একবারমাত্র কারবারের স্থানে গমন করেন, তাহাও নিয়মিতরূপে নয়, এবং দিনের মধ্যে বড় জোর দুই তিন ঘণ্টা কাজ কর্ম দেখেন।”

 সিভিলিয়ানদিগের নীতিজ্ঞান ইহা অপেক্ষা উচ্চতর ছিল না। ক্লাইভ, সমার ওভেরেলিষ্ট সিভিলিয়ানদিগের চরিত্র সম্বন্ধে অনুসন্ধান করিবার নিমিত্ত কয় কজন কমিশনার নিযুক্ত করেন; তাঁহারা ১৭৬৫ সালে ডিরেক্টর সভায় নিকট এইরূপ রিপোর্ট করেন:—“তাহাদের চরিত্রের কথা বলিতে হইলে, তাহাদের