পাতা:কলিকাতার ইতিহাস.djvu/২

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

কলিকাতার ইতিহাস।

অর্থাৎ

অতি প্রাচীনকাল হইতে কলিকাতা মহা-
নগরী সম্বন্ধে যাবতীয় জ্ঞাতব্য বিবরণ।

শ্রীযুক্ত রাজা বিনয়কৃষ্ণ দেব বাহাদুর কৃত

The Early History and Growth of Calcutta অবলম্বনে

ইংরাজীভাষায় ৺ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন-চরিত লেখক, ইংরেজী
ফ্রেজ ইডিয়ম অভিধানের সঙ্কলক, সরল বাঙ্গালা অভিধান
প্রণেতা ও সাহিত্য-সভা হইতে প্রকাশিত সাহিত্য
সংহিতা পত্রিকার সম্পাদক

শ্রীসুবলচন্দ্র মিত্র সঙ্কলিত।

কলিকাতা,
৩৮২ ভবানীচরণ দত্তের ষ্ট্রীট, ‘বঙ্গবাসী-ইলেক্‌ট্রো-মেসিন-প্রেসে’
শ্রীনটবর চক্রবর্ত্তী কর্ত্তৃক
মুদ্রিত ও প্রকাশিত।


সন ১৩১৪ সাল

মূল্য ২৲ দুই টাকা মাত্র।