পাতা:কলিকাতার ইতিহাস.djvu/২০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৯৬
কলিকাতার ইতিহাস।

জাতিতে যে তুমুল সংগ্রাম চলিতে থাকে, সেই সময়ের মধ্যে ইংরেজেরা ওলন্দাজদিগের অধিকৃত স্থানগুলি সমস্তই কাড়িয়া লন। কিন্তু উত্তরকালে যবদ্বীপ ও মালক্কা তাঁহাদিগকে প্রত্যর্পিত ও সুমাত্রা গৃহীত হয়। ভারতীয় বাণিজ্যে অন্যান্য ইউরোপীয় জাতির অকৃতকার্যতা সম্বন্ধে সার ইউলিয়াম হণ্টার যে মন্তব্য প্রকাশ করিয়াছেন, তাহা বিলক্ষণ কৌতুকাবহ ও শিক্ষাপ্রদ। তিনি বলেন পর্তুগীজদিগের অকৃতকার্য্যতার কারণ এই যে, তাহারা এক হস্তে বাইবেল গ্রন্থ ও অপর হস্তে তরবারি গ্রহণরূপ অসম্ভব কার্য্যে হস্তক্ষেপ করিছিল, অর্থাৎ তাহার যুগপৎ ভারত সাম্রাজ্য জয় করিতে ও ভারতবাসীদিগকে বলপূর্বক ধৃষ্টধর্মে দীক্ষিত করিতে অগ্রসর হইয়াছিল। ওলন্দাদিগের অকৃতকার্যতার কারণ এই যে, তাহারা বাণিজ্যবিষয়ে একচেটিয়া অধিকার সংস্থাপন করিতে অগ্রসর হইয়াছিল; কিন্তু তাদৃশ কার্যে কস্মিকালেও সফলতা লাভ করিতে পারে না। ফরাসীরা তীক্ষ্ণবুদ্ধিজীবী হইলেও তাহাদের অব্যবস্থিতচিত্ততা এবং পরস্পরের মধ্যে বিশ্বাস ও সহকারিতার অভাবে তাহারা ভারতবর্ষে আধিপত্য স্থাপন করিতে পারে নাই। জর্ম্মাণি অষ্ট্রিয়া এতদ্দেশে কখনও কোন স্থান অধিকার করে নাই, কিন্তু তাহাদের বাণিজ্য বরাবর চলিয়া আসিতেছে। কলিকাতার বাণিজ্যে অদ্যাপি তাহাদের বিলক্ষণ আধিপত্য বিদ্যমান। যে সকল স্থানে প্রচুর তণ্ডুল পাট ও কার্পাস জন্মে, সেই সকল স্থানে জার্মাণ বণিকগণের গোমস্তাদিগকে দেখিতে পাওয়া যায়।

 ইংরেজরা বহুকাল হইতে এমন কি রাজা সপ্তম হেরির সময় হইতে ভারতবর্ষে আসিতে অভিলাষী হন। ১৫৫০ অব্দে সার হিউ উইলোবী নামক জনৈক সম্ভ্রান্ত ইংরেজ ইউরোপ ও