পাতা:কলিকাতার ইতিহাস.djvu/২২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২২২
কলিকাতার ইতিহাস

না, অতএব ইহা আবশ্যক যে, উক্ত কোম্পানি রাজকীয় করস্বরূপ বার্ষিক ২৬ লক্ষ টাকা প্রদানের প্রতিভূ হইতে অঙ্গীকারাবদ্ধ হন (এই টাকা নবাব নাজুম্-উদ্দৌলা বাহাদুরের সময় হইতে নিরূপিত হইয়াছে) এবং ঐ টাকা নিয়মিতরূপে রাজসরকারে প্রেরণ করেন, এবং এই স্থলে, যেহেতু উক্ত কোম্পানিকে বঙ্গ প্রভৃতি প্রদেশগুলির রক্ষার জন্য বহুসৈন্য পোষণ করিতে হইবে, অতএব রাজসরকারে উক্ত ২৬ লক্ষ টাকা প্রেরণের পর এবং নিজামতের সমস্ত ব্যয়নির্ব্বাহের পর পূর্ব্বোক্ত প্রদেশগুলির রাজস্ব হইতে যাহা কিছু উদ্বৃত হইবে, তাহা আমরা তাঁহাদিগকে অর্পণ করিলাম। ইহাও আবশ্যক যে, আমাদের রাজকীয় বংশধরগণ, উজিরগণ, মর্য্যাদা-দাতৃগণ, উচ্চপদস্থ ওমরাহগণ ও কর্ম্মচারিগণ দেওয়ানীর মুৎসুদ্দিগণ, সুলতানের কার্য্যের ম্যানেজার (তত্ত্বাবধায়ক), জায়গীরদার ও ক্রৌড়ীয়গণ, ইঁহারা ভাবিকালীনই হউন, বা বর্ত্তমান কালীনই হউন যাঁহারা আমাদের রাজকীয় ক্ষমতা অক্ষুন্ন রাখিবার নিমিত্ত সতত চেষ্টা করিয়া থাকেন, তাঁহারা সকলেই যেন উক্ত পদটি পূর্ব্বোক্ত কোম্পানির হস্তে পুরুষানুক্রমে চিরদিনের নিমিত্ত থাকিতে দেন। ইঁহারা কস্মিন্ কালেও পদচ্যুত হইবেন না, এইরূপ বিবেচনা করিয়া তাঁহারা কোনও কারণেই ইঁহাদের কার্য্যে ব্যাঘাত উপস্থিত করিবেন না এবং ইঁহারা যে দেওয়ানীর সর্ব্বপ্রকার শুল্ক প্রদান ও রাজকীয় দাবী হইতে বিমুক্ত, ইহা তাঁহারা অবশ্যই জ্ঞান করিবেন। আমাদের এতদ্বিষয়ক আদেশাবলী অতিশয় কঠোর ও সুনিশ্চিত বুঝিয়া তাঁহারা যেন তাহা হইতে বিচ্যুত না হন। ইতি তারিখ জালুসের ষষ্ঠ বর্ষের ২৪শে সফর, ১২ই আগষ্ট ১৭৬৫।”