পাতা:কলিকাতার ইতিহাস.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৮
কলিকাতার ইতিহাস।

সম্রাটের বিবেচনার্থ তাঁহার গোচর করিবে বলিয়া অঙ্গীকার করিল। অতঃপর ইংরেজের হুগলী পরিত্যাগ করিয়া প্রথমতঃ বরানগরের ওলন্দাজ উপনিবেশের পূর্ব্বদিকস্থ[১] সূতানুটী নামক গ্রামে আগমন করিলেন। ইতিমধ্যে নবাবের সৈন্য ঘটনাস্থলে আসিয়া উপস্থিত হইলে চার্নক সাহেব এই কার্য্যকে সন্ধির নিয়ম ভঙ্গ মনে করিয়া টান্না ও ইঞ্জেলি (হিজলি) নামক স্থানদ্বয়ের মধ্যবর্তী ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপগুলিতে দাঙ্গা হাঙ্গামা ও লুটপাট আরম্ভ করিয়া দিলেন, এবং শেষোক্ত স্থানটী গ্রহণ করিয়া গড়বন্দি করিয়া ফেলিলেন। ষ্টাণ্ডেল সাহেব হিজলিকে যতদূর সম্ভব কদর্য স্থান বলিয়া বর্ণনা করিয়াছেন, উহা একটি নিম্ন জলাভূমি, সর্বত্রই লম্বা লম্বা বাসে সমাচ্ছন্ন, ঐ স্থানে জোয়ারের ও বানের লোনা জল উঠিত, এবং উহাতে এক বিন্দুও ভাল জল পাইবার উপায় ছিল না। এইরূপ কার্য্য স্থানে ইংরেজদিগের অর্ধেক সৈন্য নষ্ট হইল। এবং নবাবের ফৌজও প্রায়ই মধ্যে মধ্যে তাহাদিগকে আক্রমণ করিতে লাগিল।

 এদিকে নিকলসন সাহেব হুগলী লুণ্ঠন না করিয়া ফৌজদারের সহিত সন্ধি করায় ডিরেক্টর সভা তাহার প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হইলেন, এবং ডিফায়েন্স নামক একখানি ছোট জাহাজে ১৬০ জন লোক পূর্ণ করিয়া হাথ সাহেবের নেতৃত্বাধীনে পাঠাইয়া দিলেন। হাথ সাহেবের উপর আদেশ হল যে, হয় তিনি যুদ্ধে সহায়তা করিবেন, অথবা শত্রুপক্ষের সহিত আপোষ নিষ্পত্তি হইয়া গিয়া থাকিলে কোম্পানীর যাবতীয় লোকজন ও দ্রব্যসামগ্রী জাহাজে

  1. বুজা বাহাদুর এই টীকা করিয়া বলিয়াছেন পূর্ব্ব না হইয়া আর হইবে; কিন্তু আমাদের বিবেচনায় দক্ষিণ হওয়াই অধিক সঙ্গত বলিয়া বোধ হয়।—অনুবাদক।