পাতা:কলিকাতার ইতিহাস.djvu/২৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৩২
কলিকাতার ইতিহাস।

ইউরোপীয় বেসরকারী জষ্টিস্ অভ্ দি পীস নিযুক্ত করা হইল। এই পরীক্ষায় উক্ত প্রকার স্বতন্ত্রীকরণ নীতির যৌক্তিকতা সর্ব্বত্রই প্রতিপন্ন হইল। ওদিকে জষ্টিস্ অভ্ দি পীসগণও অতি সন্তোষ জনকরূপে আপনাদের কর্ত্তব্য কর্ম্ম সম্পাদন করিতে লাগিলেন। কাউয়েল সাহেবের সেই ‘লেকচার’ পাঠে অবগত হওয়া যায় যে, বেঙ্গল কাউন্সিলের ১৮৬৬ অব্দের ৪ আইনের বিধানের মর্ম্ম এই যে, কলিকাতার পুলীশের সমস্ত তত্ত্বাবধানের ভার পুলিশ কমিশনার নামক একজন কর্ম্মচারীর হস্তে থাকিবে এবং তিনি লেপ্টেন্যাণ্ট গভর্ণর (ছোট লাট) কর্ত্তৃক নিযুক্ত হইবেন; তদ্ভিন্ন উক্ত কমিনারের আদেশক্রমে তাঁহার কার্য্যসম্পাদন জন্য ছোট লাট্ বাহাদুর তদধীনে এক বা একাধিক ডেপুটি কমিশনার নিযুক্ত করতে পারিবেন। কলিকাতা সহরে বিশেষ এক প্রকার পুলিশ ফৌজ থাকিবে এবং তাহার লোকসংখ্যা ছোট লাট ভারত গভর্ণমেণ্টের অনুমোদন ক্রমে নির্দ্দিষ্ট করিয়া দিবেন। কমিশনার এই সকল লোককে নিযুক্ত করিবেন। তিনি তাহাদের অর্থদণ্ড করিতে এবং উহাদিগকে পদচ্যুত করিতেও পারেন। এতদ্ব্যতীত তিনি বিশেষ আবশ্যক হলে সাধারণ পুলিশের ক্ষমতাবিশিষ্ট স্পেশ্যাল কনেষ্টবলও নিযুক্ত করিতে পারেন। কলিকাতা হাইকোর্টের অধীনে আর দুইটি বিচারালয় আছে। তথায় যাবতীয় মিউনিসিপাল ও পুলিশ সংক্রান্ত এবং অন্যান্য প্রকার ফৌজদারী মোকদ্দমার বিচার হইয়া থাকে, বিচারকার্য্যের সুবিধার নিমিত্ত বর্ত্তমান সময়ে তিন জন ফৌজদারী ম্যাজিষ্ট্রেট তিনটা আদালতের অধ্যক্ষতা করিয়া থাকেন, এবং তদ্ব্যতীত মিউনিসিপল মোকদ্দমার বিচারের নিমিত্ত আর একজন মিউনিসিপাল ম্যাজিষ্ট্রেট আছেন। প্রেসিডেন্সি ম্যাজি-