পাতা:কলিকাতার ইতিহাস.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২০
কলিকাতার ইতিহাস।

হইলেন। ২৭শে এপ্রেল তারিখে তিনি একটী ফর্ম্মান (সনদ) প্রাপ্ত হইলেন। তাহাতে সম্রাট এইরূপ অভিপ্রায় প্রকাশ করিয়াছিলেন যে, ইংরেজরা যে তাঁহাদের পূর্ব্ব অন্যায় আচরণ ও কার্য্যের জন্য অনুতাপ করিয়াছেন, ইহা তাঁহাদের পরম সৌভাগ্যের বিষয়, এই জন্যই তাঁহাদিগকে বাণিজ্য করিবার অনুমতি প্রদত্ত হইল।

 অপর একজন লেখকের মত এই যে, ইংরেজদিগের যে সকল দ্রব্যাদি লুণ্ঠিত হইয়াছিল, তাহার ক্ষতিপূরণস্বরূপ সম্রাট ঔরঙ্গজেব ৬০ হাজার টাকা দিতে স্বীকৃত হন এবং তদনুসারে ১৬৯০ সালের ২৪শে আগষ্ট তারিখে চার্ণক সাহেব ভাগীরথীর তীরে ইংলণ্ডের পতাকা প্রোথিত করিয়া কলিকাতা মহানগরীর ভিত্তিস্থাপন করেন।

 ১৬৯২ সালের জানুয়ারি মাসে জব চার্ণক কালগ্রাসে পতিত হইলে সার জন গুল্‌ড্‌স্‌বরো নামক জনৈক সম্ভ্রান্ত ইংরেজ কলিকাতার প্রধান এজেণ্ট নিযুক্ত হন। তৎকালে সমুদায় ব্যাপারই এরূপ বিশৃঙ্খল ও কদর্য্য অবস্থাপন্ন ছিল যে, কোনও লোককেই বিশ্বাস করিয়া চলিবার উপায় ছিল না। সে যাহা হউক,১৬৯৪-৯৫ অব্দে ডিরেক্টর সভা সূতানুটীকেই তাঁহাদের বাঙ্গালার প্রধান বাণিজ্যস্থান বলিয়া ঘোষণা করিলেন এবং উহার নিকটবর্ত্তী অন্যান্য গ্রামগুলিও বন্দোবস্ত করিয়া লইবার নিমিত্ত তাঁহাদেয় প্রধান প্রধান এজেণ্টের প্রতি আদেশ প্রেরণ করিলেন। ১৬৯৬-৯৭ অব্দে বর্দ্ধমানের জমিদার শোভাসিংহ যৎকালে বিদ্রোহ উপস্থিত করেন, তৎকালে ইংরেজরা সেই সুযোগে আপনাদের বাণিজ্য-স্থানগুলি শত্রুর আক্রমণ হইতে রক্ষা করিবার উদ্দেশ্যে