পাতা:কলিকাতার ইতিহাস.djvu/২৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৫২
কলিকাতার ইতিহাস।

 জন্ বুল—ইহাই উত্তরকালে “ইংলিশম্যান্‌’ রূপে আবির্ভূত হয়। বকিংহাম সম্পাদিত “কলিকাতা জর্ণাল” নামক সংবাদপত্রের প্রভাব খর্ব্ব করিবার উদ্দেশে ১৮২১ অব্দে ইহা প্রকাশিত হয়। বাকিংহাম সাহেব ১৮১৮ অব্দে “কলিকাতা জর্ণাল” প্রকাশ করিতে আরম্ভ করেন। এই সংবাদপত্রের পরিচালনার্থ প্রথমে ৩০,০০০ টাকা মূলধন নিয়োগ করা হয়, কিন্তু পরে ক্রমে ক্রমে মূলধন যোগ করিতে করিতে কারবারটির মূল্য পরিণামে চারি লক্ষ টাকায় দাঁড়ায়, এবং উহাতে বৎসরে ৬০ হইতে ৮০ হাজার টাকা লাভ হইত। প্রথম পাঁচ বৎসরে ইহা বিলক্ষণ ক্ষমতাশালী হইয়া উঠে। সকল শ্রেণীর লোকেই ইহার গ্রাহক মধ্যে পরিগণিত ছিল। কিন্তু তাহার পর ইহা কর্তৃপক্ষীয়দিগের বিরাগভাজন হইয়া পড়ে, এবং সম্পাদকের নামে কয়েকটি মানহানির মোকদ্দমা উপস্থিত করা হয়। বকিংহাম সাহেবের মতে, তৎকালে কলিকাতায় আর ছয়খানি সংবাদপত্র ছিল। তন্মধ্যে “এশিয়াটিক মিরর” পাদরি জন্‌ ব্রাইসের সম্পাদকত্বে প্রকাশিত হয়। বর্ণিত আছে যে, মাননীয় আডামস্ সাহেবের সহিত তাঁহার ভয়ানক বাগযুদ্ধ ঘটে, তাহাতে ইউরোপীয় সমাজ একেবারে চটিয়া যায় এবং তাঁহার কাগজ ক্রমশঃ অবনতি পাইতে থাকে। এক্ষণে একমাত্র কলিকাতা জর্ণালই নিজ বিরাগভাজন কর্ম্মচারীদিগের প্রতিকুল সমালোচনা করিতে লাগিল। এই সময়ে “জন্‌বুল” পত্র উহার প্রতিদ্বন্দ্বিরূপে অবতীর্ণ হইল। সৈনিক ও অসৈনিক রাজপুরুষেরাই ইহার প্রধান পৃষ্ঠপোষক ও উন্নতিসাধক হইলেন। সুতরাং ইহা অচিরকাল মধ্যে প্রতিষ্ঠাসম্পন্ন হইয়া উঠিল। অতঃপর কলিকাতা জর্ণালের সম্পাদক জন্‌বুল সম্পাদকের নামে মান-