পাতা:কলিকাতার ইতিহাস.djvu/২৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নবম অধ্যায়।
২৫৩

হানির এক নালিশ উপস্থিত করেন। বোধ হয়, সে সময়ের ইংরেজী সংবাদপত্রগুলির প্রকৃতি ও অবস্থার সহিত বর্তমান সময়ের বাঙ্গালা সংবাদপত্রসমূহের পরস্পরের সহিত বাগযুদ্ধের তুলনা করিলে নিতান্ত অসঙ্গত হয় না।

 ইংলিশম্যান-যে রাজনৈতিক ভাব লইয়া “ইণ্ডিয়ান ডেলি নিউস” জন্ম গ্রহণ করে, তাহার সম্পূর্ণ বিপরীত ভাব লইয়া ইহা আবির্ভূত হয়। ১৮২১ অব্দে, অর্থাৎ যে বৎসর ইংলণ্ডেশ্বর চতুর্থ জজের সৃহিত তদীয় হতভাগা মহিষীর বিবাদ চরম সীমায় উপস্থিত হয়, সেই বৎসর “জনবুল” রাজার পক্ষসমর্থনকারী এবং ব্যক্তিগত কুৎসাবাদের নিন্দাকারিরূপে জন্মগ্রহণ করে। ব্যক্তিগত কুৎসাই এ পর্যন্ত কলিকাতার সংবাদপত্রসমূহের প্রধান অবলম্বন ছিল, কিন্তু জনবুল এক নূতন পথে চলিতে লাগিল। থিওডর হুকের পত্রের নামের অনুকরণে এই নাম রাখা হইয়াছিল, তাহা স্পষ্টই প্রতীত হয়। ইহ, অচিরকাল মধ্যে বহু উচ্চপদস্থ সিভিলিয়ামের পৃষ্ঠপোষকতা লাভ করিল এবং কিছুদিনের মধ্যে সরকারী মুখপত্রস্বরূপ হইয়া পড়িল। পরন্তু সর্বপ্রকার সংস্কারের দৃঢ় বিরোধী হওয়ায় অল্পকাল মধ্যে ইহার গ্রাহক-সংখ্যা অনেক কমিয়া গেল। অবশেষে যখন জে, এচ, ষ্টকেলার সাহেব ১৮৩৩ অব্দে নামমাত্র মূল্যে ইহা ক্রয় করেন, তখন ইহার মুমুর্ষিদশা। ষ্টকেলার সাহেবই ইহার নাম “ইংলিশম্যান” রাখেন ও ইহাকে নবজীবন প্রদান করেন। তৎকালে সুপ্রসিদ্ধ ঔপন্যাসিক থ্যাকারের পিতৃব্য চার্লস্ থ্যাকারে ইহার অন্যতম বেতনভোগী লেখক কর্ম্মচারী ছিলেন। তিনি সময়ে সময়ে এরূপ লিপিচাতুর্য প্রকাশ করিয়া গিয়াছেন যে, দ্বারা স্পষ্টই প্রতীত হয়, থ্যাকারে পরিবারের মধ্যে উক্ত ঔপ-