পাতা:কলিকাতার ইতিহাস.djvu/২৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৫৮
কলিকাতার ইতিহাস।

সর্বান্তঃকরণে ইহার পৃষ্ঠপোষকতা করিতে লাগিলেন। কিন্তু তথাপি দেখা গেল, প্রথম বৎসরের অন্তে ইহার গ্রাহকসংখ্যা দুইশতের অধিক নহে।”

 ১৮৭৪ অব্দে(কেহ কেহ বলেন ১৮৭৫ শব্দে) রবার্ট নাইট সাহেব ৩০,০০০ টাকা মাত্র মূল্যে এই কাগজের লাভালাভের স্বত্ব ক্রয় করেন। “ইণ্ডিয়ান ষ্টেটসম্যান” এই নামে ইহার দৈনিক সংস্করণ প্রকাশিত হয়। কয়েকমাস পরে “ফ্রণ্ড অফ ইণ্ডিয়া” ইহার সহিত মিলিত হয়। ইহার বর্তমান সাপ্তাহিক সংস্করণ “ফ্রেণ্ড অভ ইণ্ডিয়া এ ষ্টেটসম্যান”নামে প্রকাশিত হইয়া থাকে। সুবিখ্যাত সংবাদপত্র সম্পাদক রবার্ট নাইটের জীবনচরিতের আলোচনা যেমন কৌতুকাবহ, তেমনই শিক্ষাপ্রদ। তিনি এতদ্দেশীয়দিগের পক্ষাবলম্বী বলিয়াই পরিচিত ছিলেন। তিনি প্রথমতঃ বোম্বাই গভর্ণমেণ্টের একজন কর্মচারী ছিলেন, এবং বোধ হয়, পরে ভারত গভর্ণমেণ্টের আসিষ্টাণ্ট সেক্রেটারী হইয়াছিলেন[১]

  1. রবার্ট মাইটের বোম্বাই জীবনের সংক্ষিপ্ত বিবরণ এইরূপ:—তিনি বোম্বাই টাইমস্ পত্রের এক জন সাময়িক লেখক ছিলেন। ডাক্তার সুইষ্ট অবসর গ্রহণ করিলে তিনিই উহার সম্পাদক হন। ১৮৫৮ হইতে ১৮৬৪ অব্দ পর্যন্ত প্রায় ৭ বৎসরকাল তিনি ঐ কার্য্যে নিযুক্ত থাকেন এবং প্রভূত পরিশ্রম করিয়া কাগজখানিকে লোকপ্রিয় করিয়া তুলেন। দেশীয় স্বত্বাধিকারীরা এবং অপরাপর যাহাদের হাতে অংশ ছিল, সকলেই ১৮৩০ অব্দে উহার সহিত সম্বন্ধ বিচ্ছিন্ন করিয়া সম্পাদকের নিকট উহা বিক্রয় করেন। তাহার সম্পকিত্বকালে বোম্বাই টাইমস্ স্থায় নামের পরিপন করিয়া “টাইমস্ অভ ইণ্ডিয়া” এই নাম ধারণ করে। উহার সম্পাদকত্বের শেষভাগে আমেরিকার যুদ্ধজন্য তুলার বাজারে দুর্ভিক্ষ ঘটায় বোম্বাই অস্মবগব কতিদ্ভুত সমৃদ্ধি ঘটে। কোটি কোটি টাকা সাগরে ভাসিয়া আসিতে লাগিল। এই সমৃর্দ্ধিপ্রহাহের সর্ব্বোচ্চ তরঙ্গের সময়