পাতা:কলিকাতার ইতিহাস.djvu/২৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৬৬
কলিকাতার ইতিহাস।

করিয়াও নানাপ্রকার যে সাহায্য করিয়াছিলেন, তাহা বিলক্ষণ সময়োপযোগী হইয়াছিল।

 বেঙ্গলি-অধুনা ইহা দৈনিকরূপে প্রকাশিত হইয়া থাকে। ইহার বর্তমান সম্পাদক সুপ্রসিদ্ধ বাগ্মী শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। দেশীয়-পরিচালিত ইংরেজী সংবাদপত্রসমূহের মধ্যে রুহ। সবিশেষ প্রতিষ্ঠাসম্পন্ন ও প্রভাবশালী। কলিকাতা সিমলার ঘোষ বংশীয় প্রশিদ লেখক ও পণ্ডিত ৺গিরিশচন্দ্র ঘোষের সম্পাদকত্বে ইহার জন্ম। ১৮৬১ অব্দে বেঙ্গলির প্রথম সংখ্যা মুদ্রিত হয়। তৎকালে ইহা সাপ্তাহিক ছিল এবং প্রতি শানবারে প্রকাশিত হইত। গিরিশচন্দ্র ঘোষ তৎকালে গভর্ণমেণ্টের অধীনে মিলিটারি পে-একজামিনারের আফিসে চাকরি করিতেন। ১৮৬৯ অব্দ পর্যন্ত তিনিই বেঙ্গলীর সম্পাদক ছিলেন। উক্ত অব্দে তার মৃত্যু হইলে তাহার সহযোণী ৺বেচারাম চট্টোপাধ্যায় ইহার সম্পূর্ণ ভার গ্রহণ করেন, এবং ৺রাজকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীযুক্ত চন্দনাথ বসু প্রমুথ পণ্ডিতগণ ইহাতে যোগদান করেন। ১৮৮৮ অব্দে বা তৎসমকালে ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বেঙ্গলির স্বত্ব ও তৎসংক্রান্ত সমস্ত জিনিষপত্র ক্রয় করিয়া লন। এই ব্যাপার লইয়া কিছু গোলযোগ উপস্থিত হয়, কিন্তু রাজা বিনয়কৃষ্ণ দেব বাহাদুরের জ্যেষ্ঠ সহোদর ও মহারাজকুমার নীলকৃষ্ণ বাহাদুরের মধ্যস্থতায় তাহার সুন্দর মীমাংসা হইয়া যায়। ১৯০০ অব্দে বা তৎসমকালে কবিরাজ শ্রীযুক্ত উপেন্দ্রনাথ সেন ও রাজা বাহাদুরের ঐকান্তিক আগ্রহে ও সহকারিতায় বেঙ্গলি দৈনিক রূপে প্রকাশিত ইতে আরম্ভ হয়।

 ইণ্ডিয়ান নেশন—দেশীয় পরিচালিত ইংরেজী সপ্তাহিক পত্রে