পাতা:কলিকাতার ইতিহাস.djvu/২৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নবম অধ্যায়।
২৭১

করিয়াছিলেন; তদ্ভিন্ন তিনি ফ্রান্স ও ইংল্যাণ্ড দর্শনে গমন করিয়াছিলেন এবং বহু বড় লোক ও পাশ্চাত্য পণ্ডিতের সহিত কথোপকথন করিয়াছিলেন। তিনি নানাদিকে যেরূপ ক্রিয়াশীলতা প্রকাশ করিয়াছিলেন এবং স্বজাতির মধ্যে সভ্যতা ও জ্ঞানবিস্তারের নিমিত্ত যেরূপ উদারভাবে যত্ন চেষ্টা করিয়াছিলেন, তাহাতেই তিনি সংস্কারক, রাজনীতিবেত্তা ও ইংরেজী শিক্ষার প্রবর্তক বলিয়া বিখ্যাত হইয়া রহিয়াছেন। তিনি হুগলি জেলার অন্তর্গত রাধানগর গ্রামে ১৭৮০ খৃষ্টাব্দে জন্মগ্রহণ করেন এবং ইংল্যাণ্ডের অন্তঃপাতী বৃষ্টল নগরে ১৮৩৩ অব্দে কালগ্রাসে পতিত হন।

 ৺অক্ষয়কুমার দত্ত, ৺ দেবেন্দ্রনাথ ঠাকুরের বন্ধু, সহচর ও সহযোগী ছিলেন।

 তত্ত্ববোধিনী পত্রিকা—অক্ষয়কুমার দত্তের সম্পাদকত্বে ইহা প্রথমে পাক্ষিক ও পরে মাসিক রূপে প্রকাশিত হয়। তাহার সম্পাদকত্বকালে ইহার লেখা এরূপ চিত্তাকর্ষক ছিল যে, লোকে অতি আগ্রহের সহিত ইহার প্রচারের প্রতীক্ষা করিত। যুক্ত রমেশচন্দ্র দত্ত লিখিয়াছেন;—'ইউরোপীয় বিজ্ঞানের আবিষ্কারসমূহ, নৈতিক উপদেশাবলী, বিভিন্ন জাতি ও শাখা জাতির এবং চেতন অচেতন জগতের বিবরণ, এবং যাহাতে বুদ্ধিমান বাঙ্গালীর মনে জ্ঞানালোক প্রবেশ করিতে ও মন হইতে অজ্ঞানান্ধকার ও কুসংস্কার দূরীভূত হইতে পারে, তৎসমস্তই তত্ত্ববোধিনী পত্রিকায় স্থান পাইত।” এই পত্রিকা অদ্যাপি জীবিত আছে। ৺ দেবেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রীযুক্ত দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ইহার বর্তমান সম্পাদক। সাহিত্যক্ষেত্রে অক্ষয়কুমার দত্ত অসাধারণ শক্তিশালী পুরুষ ছিলেন। তিনি