পাতা:কলিকাতার ইতিহাস.djvu/২৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৭৬
কলিকাতার ইতিহাস

তদীয় বন্ধুগণ “দিগদর্শন” নামে একখানি মাসিক পত্র প্রকাশ করিয়াছিলেন। আবার দর্পণের আবির্ভাবের কয়েকদিন পরে কৃষ্ণমোহন দলের সম্পাদকত্বে “সংবাদতিমিরনাশক” নামে এক খানি সাপ্তাহিক সংবাদপত্র প্রকাশিত হয়। হিন্দু- ধর্ম্মনীতির পৃষ্ঠ- পোষকতা করা ও হিন্দুদিগের স্বার্থরক্ষা করাই এই সাপ্তাহিক পত্র- প্রচারের উদ্দেশ্য ছিল। বিস্ময়ের বিষয় এই যে,৺ দ্বারকানাথ ঠাকুর ইহার গ্রাহক শ্রেণীমধ্যে পরিগণিত ছিলেন।

 লর্ড হেস্টিংসের কৃপায় ডাক্তার মার্শম্যান্য প্রচলিত মাশুলের এক-চতুর্থাংশ মাত্র প্রদান করিয়া ডাকযোগে “দর্পণ” প্রেরণ করিতে সমর্থ হইয়াছিলেন। গঙ্গাকিশোর ভট্টাচার্য নামক জনৈক ব্রাহ্মণ কর্তৃক ১৮১৬ অব্দে “বাঙ্গালা গেজেট” সম্পাদিত ও প্রকাশিত হয়। বোধ হয়, উহাই প্রথম বাঙ্গালা সংবাদপত্র। রেলি সাহেবের মতে, ছাপিবারর জন্য বাঙ্গালা অক্ষরের ব্যবহায় ১৭৭৮ অব্দে প্রবর্তিত হয়, এবং বাঙ্গালা ভাষার প্রথম পুস্তক-একখামি ব্যাকরণ সুগলিতে মুদ্রিত হয়। ঐ ব্যাকরণমি এ, বি, হ্যালহেঙ, নামক একজন প্রসিদ্ধ প্রাচ্য-ভাষাৰিৎ পণ্ডিত কর্তৃক লিখিত হইয়াছিল। ওয়ারেন হেষ্টিংস হ্যালহেডের মুরুব্বি ছিলেন। বীর সেনাদলের অন্যতম লেফটেনাণ্ট চার্লস্ উইকিন্স কর্তৃক বাঙ্গালা ছাপিবার অক্ষর প্রথমে প্রস্তুত হয়, এবং তাঁহার নিকট পঞ্চানন এই বিদ্যা শিক্ষা করেন। এই দেশীয় কর্মকার প্রত্যেক অক্ষরের মূল্য ১।০ লইত। খৃষ্টধর্মে দীক্ষিত দেশীয়দিগের মধ্যে ৺ রেভারেণ্ড ডাক্তাব কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় মাতৃভাষার যথেষ্ট উন্নতি সাধন করিয়াছেন। তিনি ইংরেজী ও দেশীয় ভাষায় বহু সংবাদপত্র সম্পাদন ও পরিচালন করিয়াছিলেন। প্রায় ছাত্রাবস্থাতেই তিনি