পাতা:কলিকাতার ইতিহাস.djvu/২৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নবম অধ্যায়।
.২৭৭

“একোয়ারার” নামে একখানি কাগজ বাহির করেন; তদ্ভিন্ন তিনি ডিরোজিও সাহেবের উপদেশে ও পরিচালনে প্রচারিত ‘পার্থিবন পত্রেও প্রবন্ধ লিখিতেন, কিন্তু এ পত্র ডাক্তার উইলসনের আদেশে রহিত হইয়া যায়। এতদ্ব্যতীত তিনি “ইভ্যাঞ্জেলিষ্ট” নামে আর একখানি পত্রও সম্পাদন করিতেন বাঙ্গালা ও সস্কৃত গ্রন্থ প্রণয়ন ও প্রকাশ করিয়াছিলেন; তন্মধ্যে সর্ব্বদর্শনসংগ্রহ' (১৮৬১-৬২ অব্দে প্রকাশিত), এবং তাঁহার স্বকৃত টীকাসংবলিত রঘুবংশ, কুমার-সন্তব, ‘ভট্টি-কাব্য ও ঋবেদ’ বিশেষ উল্লেখযোগ্য। ১৮৪৬ অব্দে বাঙ্গালা গভর্ণমেণ্টের অনুগ্রহে তিনি বিদ্যাকল্পদ্রুম’ প্রকাশ করেন এবং ভারতবর্ষের গভর্ণর জেনারেলের নামে তাহা উৎসর্গ করেন। তিনি ইংরেজী সংস্কৃত, লাটিন, গ্রীক, ফরাসী ও বাঙ্গালা ভাষায় সুপণ্ডিত বুলিয়া প্রসিদ্ধ ছিলেন। তাঁহার অহমিকপূন্যতা, সৎস্বভাব, বিনয় ও সাধু চরিত্রের জন্য সকলেই তাহাকে যথোচিত ভক্তিশ্রদ্ধা করি। তাঁহার অসাধারণ জ্ঞান ও পাণ্ডিত্যের নিমিত্ত কলিকাতা বিশ্ববিদ্যা- লয় হইতে ১৮৭৬ অব্দে তিনি ডি, এল উপাধি লাভ করেন। তিনি একজন প্রকৃত স্বদেশহিতৈষী ছিলেন, এবং বহু দেশহিতকর অনুষ্ঠানের সহিত তাহার সংস্রব ছিল। ১৮১০ অব্দে কলিকাতা নগরে তাহার জন্ম হয়। তাঁহার পিতার নাম জীবনকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়।

 সে কালের মিশনারিরা যে উদ্দেশ্যেই হিন্দু ও মুসলমানদিগের ভাষা ও সাহিত্য অনুসন্ধান ও শিক্ষা করিয়া থাকুন না কেন, সাহিত্য ক্ষেত্রে তাহাদের দ্বারা যে স্থায়ী রকমের কাজ হইয়াছে, তাহাতে সন্দেহ নাই। এতৎসম্পর্কে ওয়ারেন হেষ্টিংস-প্রমুখ