পাতা:কলিকাতার ইতিহাস.djvu/২৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৮২
কলিকাতার ইতিহাস।

খৃষ্টাব্দে ইহা প্রকাশিত হইতে আরম্ভ হয়। প্রথমে ইহা সপ্তাহে তিন দিন বাহির হইত, পরে ১৮৩৭ অব্দে দৈনিক আকার ধারণ করে। ৺রায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাহাদুর, ৺দীনবন্ধু মিত্র, শ্রীযুক্ত মনোমোহন বসু প্রভৃতি খ্যাত্যাপন্ন লেখকগণ ঈশ্বরচন্দ্রের নিকট শিক্ষানবিসি করিয়া হাত পাকাইয়াছিলেন। তৎকালে সমাজের উপর তাঁহার অপরিসীম প্রভাব ছিল। কিন্তু জীবনের শেষদশায় তিনি দারুণ দুরবস্থায় পতিত হন এবং ৺মহারাজ কমলকৃষ্ণ দেব বাহাদুরের আশ্রয়ে তাঁহার খড়গহস্থ বাগানবাটীতে বাস করেন। তথায় ঈশ্বরচন্দ্রের কুঞ্জ নামক একটী কুঞ্জ অদ্যাপি তাঁহার নাম ঘোষণা করিতেছে। শ্রীযুক্ত রমেশচন্দ্র দত্ত লিখিয়াছেন;—“তাঁহার ক্ষুদ্র ক্ষুদ্র কবিতাগুলিই তাঁহার যশের মূল ভিত্তি, ঐ সকল কবিতা রস-মাধুর্যে পরিপূর্ণ এবং জনসাধারণের অতি আদরের সামগ্রী। জীবনের দৈনন্দিন ঘটনাবলী, বিশেষত হিন্দুর জীবনের সর্বাবস্থার ঘটনাবলীই, তাহার রচনার বিষয়। শরতের দুর্গোৎসবকালীন বা শীতের আমনী উৎসবকালীন হিন্দু গৃহস্থের হর্ষবিবাদ, হিন্দুচরিত্রের দোষগুণ, তাহাদের আশা, আকাঙখা ও অনুরাগ, তাঁহাদের মাৎসর্য্য ও বিবাদ বিসংবাদ, নব্য বাঙ্গালীদিগের নানাপ্রকার দোষ এবং তাহাদের অভিমান ও আকাঙ্ক্ষা এই সমস্ত বিষয় এবং এতাদৃশ অন্য বিষয় তিনি যেরূপ নিপুণতার সহিত অখাযথভাবে পুঙ্খাপুঙ্খরূপে বর্ণন করিয়াছেন, তাহা নিতান্ত বিস্ময়াবহ। কবিতাগুলি পাঠ করিলে পাঠকের মনে হয় যেন, তিনি গ্রন্থকারের চিত্রিত দৃশ্যাবলী স্বচক্ষে প্রত্যক্ষ করিতেছেন এবং কল্পিত অভিনেতা ও বক্তাদের মধ্যে বাস ও বিচরণ করিতেছেন। ঈশ্বরচন্দ্র ব্যঙ্গ রসের অবতারস্বরূপ। তাঁহার স্বাভাবিক সরল কবিতার প্রত্যেক ছত্রে অতি