পাতা:কলিকাতার ইতিহাস.djvu/২৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৮৪
কলিকাতার ইতিহাস।

যেন প্রাচীন ও বর্ত্তমান সংবাদপত্র-সম্পাদন-প্রণালীর সন্ধিস্থলে আবির্ভূত হইয়াছিলেন। তৎকালে সোমপ্রকাশের ন্যায় প্রভাবশালী কাগজ আর ছিল না। দ্বারকানাথ সংস্কৃত ভাষায় সুপণ্ডিত ও স্বাধীনপ্রকৃতির জন্য বিখ্যাত ছিলেন। ২৪ পরগণার অত: পাতী চিঙড়ি পোতা গ্রামে তাঁহার জন্ম হয়। দেশীয় ভাষার সংবাদপত্র সম্বন্ধীয় আইন জারি হওয়ার সঙ্গে সঙ্গে সোমপ্রকাশের প্রকাশ তিরোহিত হইয়া যায়। কিছুদিন পরে পূর্ব্ব সম্পাদকের অধীনে ইহা পুনরাবির্ভূত হয়, কিন্তু এখন ইহার জ্যোতিঃঃ বিলুপ্ত।

 এডুকেশন গেজেট-৺ভুদেব মুখোপাধ্যায় এই সাপ্তাহিক পখানি অতীব দক্ষতা ও বিজ্ঞতার সহিত সম্পাদন করিয়া গিয়াছেন। গভর্ণমেণ্ট ইহাতে অর্থসাহায্য করিতেন। এই কাগজখানি অদ্যপি জীবিত আছে।

 মাসিক পত্রসমূহের মধ্যে ১৮৫১ অব্দে প্রথম প্রকাশিত ও ৺রাজা রাজেন্দ্রলাল মিত্র সম্পাদিত “বিবিধার্থ সংগ্রহ” পত্রের নাম সবিশেষ উল্লেখযোগ্য। এই সচিত্র পত্রখানি বাঙ্গালা ভাষায় লিখিত হইত এবং ইহাতে প্রধানতঃ শিল্প-বিজ্ঞান ও সাহিত্য বিষয়ক প্রসঙ্গে আলোচনা হইত। শেষ দশায় ইহা ৺কালীপ্রসন্ন সিংহের হস্তে আসিয়া পড়ে। তিনি পূর্ব্ব নামের পরিবর্তন করিয়া ইহার নাম “রহস্য সংগ্রহ” রাখেন।

 বঙ্গদর্শন-৺বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত এই মাসিক পত্রখানিও সাতিশয় খ্যাতি প্রতিপত্তি লাভ করিয়াছিল। ইহার প্রথম অবস্থায় যে সকল বাঙ্গালী লেখক ইহাতে লিখিতেন, তাঁঁহাদের মধ্যে অনেকেই উত্তরকালে খ্যাতিমান্ হইয়াছেন। বঙ্কিম চন্দ্রের অসাধারণ সৃজন ক্ষমতা এবং রচনাশক্তি ছিল। বলিতে