পাতা:কলিকাতার ইতিহাস.djvu/২৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৯২
কলিকাতার ইতিহাস ।

৺কিশোরীচাদ মিত্র স্বসময়ের সংবাদপত্রে ও সাময়িক পত্র একজন উৎকৃষ্ট ইংরেজীলেখক বলিয়া প্রসিদ্ধ ছিলেন। তিনি ৺দ্বারকানাথ ঠাকুরের একজন প্রকৃত সুহৃদ ছিলেন এবং তাহার জীবনচরিত প্রণয়ন করেন। ৺প্যারীচাদ মিত্র ১৮১৪ অব্দে কলিকাতা নগরে জন্মগ্রহণ করেন। বাঙ্গালা সংবাদপত্র ক্ষেত্রে ও সাধারণতঃ বাঙ্গালা সাহিত্যক্ষত্রে তিনি যে কাজ করিয়াছেন, তাহার ফল নিতান্ত অস্থায়ী রকমের নহে। রেভারেণ্ড জে, লঙ তাঁহাকে “বাঙ্গালার ডিকেন্স”আখ্যা প্রদান করিয়াছিলেন। ইংরেজী ও বাঙ্গালা ভাষায় তাঁহার অগাধ পাণ্ডিত্য ছিল” “জমিদার ও রাইয়ত” শীর্ষক হার যে প্রবন্ধ কলিকাতা রিভিউ পত্রে প্রকাশিত হয়, লর্ড আলবিমাল তাহা পার্লামেণ্টের লর্ড সভার গোচরে আনয়ন করেন। সামাজিক, নৈতিক ও ধর্মবিষয়ে তিনি বহু প্রসিদ্ধ প্রবন্ধ লিখিয়া গিয়াছেন। “আলালের ঘরের দুলাল” প্রভৃতি বিদ্রুপাত্মক গ্রন্থ বাঙ্গালা ভাষায়, বোধ হয়, তিনিই প্রথম সুচনা করেন। তাহার জীবনচরিত-লেখক বলেন, তাঁহার একখানি পুস্তকও আকারে বড় নয় বটে, কিন্তু সকলগুলিই সুস্পষ্ট ও সরল ভাষায়,—যে ভাষায় আমরা সচরাচর কথা কহি, সেই ভাষায় লিখিত, এবং সকলগুলিই মৌলিকতাগুণের নিমিত্ত সবিশেষ প্রশংসনীয়। নিকষ্ট শ্রেণীর গ্রন্থসমুহ যেরূপ হলাহলরাশি, প্রচণ্ড ক্রোধ ও দারুণ বিদ্বেষের ভাবে পরিপুর্ণ, তাঁহার বিদ্রুপাত্মক পুস্তকে তাহার কোন চিহ্নই ধৃষ্ট হয় না। তিনি “মাসিক পত্রিকা” নামে একখানি বাঙ্গালা কাগজ বাহির করেন। ইহা যে প্রতিমাসে প্রকাশিত হইত, তাহা ইহার নাম দ্বারাই বুঝা যায়। তারাচাদ চক্রবর্তীর সহিত একযোগে তিনি বাঙ্গালা “স্পেক্টার” প্রকাশ করেন। জর্জ টমসন