পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৩০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

নবম অধ্যায়।
৩০৩

প্রসঙ্গ পরিত্যাগ করিতে পারা যায় না। লুপ্তপ্রাপ্ত ভারতীয় সঙ্গীতশাস্ত্রের পুনরুদ্ধার ও ঐ বিদ্যার শ্রীবৃদ্ধিসাধনকল্পে উক্ত রাজা পরিশ্রম ও অর্থব্যয়ের ত্রুটি করেন নাই, এমন কি আপনার সমস্ত জীবনই নিয়োগ করিয়াছেন। আধুনিক কোন ভারতবাসীই এ বিষয়ে তাহার সহিত তুলনীয় হইতে পারেন না। এই উচ্চ কলা ইদানীং এক প্রকার ইতরশ্রেণীর লোকের হস্তেই পতিত হইয়াছিল। উক্ত রাজা ইহাকে সেই দুরবস্থা হইতে উদ্ধার করিয়া ভদ্রসমাজে যথোপযুক্ত আসনে স্থাপন করিয়াছেন। উচ্চ অঙ্গের সঙ্গীতকলার আলোচনায় তিনি আত্মোৎসর্গ করিয়াছেন, এবং এ বিষয়ে অনেকগুলি পুস্তক-পুস্তিকাও প্রকাশ করিয়াছেন।

 ১৮১৮ হইতে ১৮৫৫ অব্দ পর্য্যন্ত যে সমস্ত বাঙ্গালা সংবাদপত্র ও সাময়িকপত্র প্রকাশিত হইয়াছিল, পশ্চাৎ তাহার একটী তালিকা প্রদত্ত হইল। তালিকাটী রেভারেণ্ড জে, লঙ্ ১৮৫৫ অব্দে প্রস্তুত করিয়া গভর্ণমেণ্টের নিকট অর্পণ করেন।

_______________