পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৩০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩০৪
কলকাতার ইতিহাস।
১৮১৮ হইতে ১৮৫৫ অব্দ পর্য্যন্ত প্রকাশিত বাঙ্গালা সংবাদপত্র ও সাময়িকপত্রের তালিকা।
পত্রের নাম। কখন প্রথম
প্রকাশিত হয়।
কত দিন
জীবীত ছিল।
সম্পাদকের নাম। মাসিক মূল্য।
 বেঙ্গলা-গেজেট  ১৮১৬  ১ বৎসর  গঙ্গাধর ভট্টাচার্য্য  
 সমাচার-দর্পণ  ১৮১৮  ২১ "  জে, মার্শম্যান, শ্রীরামপুর  
 সংবাদ-কৌমুদী  ১৮১৯  ৩৩ "  তারাচাঁদ দত্ত ও ভবানী- চরণ বন্দ্য  
 সমাচার-চন্দ্রিকা  ১৮২২  ভবানী চরণ বন্দ্যোপাধ্যায়  
 সংবাদ তিমিরনাশক  ১০ "  কৃষ্ণমোহন দাস
 বঙ্গদূত  ১৬ "  নীলরতন হালদার
 সংবাদ-প্রভাকর  ১৮৩০  ২৫ "  ঈশ্বরচন্দ্র গুপ্ত  
 সংবাদ-সুধাকর  ৩ "  প্রেমচাঁদ রায়
 অনুবাদিকা  ২ "  
 জ্ঞানান্বেষণ  ১৮৩১  ১৩ "  দক্ষিণারঞ্জন মুখো, ও রসিক মল্লিক
 সুখাকর  ১ "  পি, রায়
 সংবাদ-রত্নাকর  ১ "  ব্রজমোহন সিংহ